এজবাস্টন: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এজবাস্টনে সিরিজ জয়ের লক্ষ্যে নেমেছে বুমরার (Jasprit Bumrah) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। মাঠের লড়াইয়ে এখনও পর্যন্ত এগিয়ে আছে ভারতই। পন্থ, জাডেজার সেঞ্চুরি, বুমরার রেকর্ড গড়া ব্যাটিং সব মিলে ঘরের মাঠে বেশ চাপে ইংল্য়ান্ড শিবির। এবার মাঠের লড়াইয়ের বাইরেও চাপ বাড়ালেন বিরাট কোহলি। ইংল্যান্ডের মিডল অর্ডারের তারকা ব্যাটার জনি বেয়ারস্টোর সঙ্গে দ্বিতীয় দিনে খেলার মাঝেই তর্কে জড়়িয়ে দেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।


ঠিক কী হয়েছিল? 


ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছরের সিরিজের পঞ্চম টেস্টটি খেলতে নেমেছে ভারত। ভারতের ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ৬ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। একমাত্র স্তম্ভ হিসেবে রয়েছেন জনি বেয়ারস্টো। তিনি ৯১ রানে অপরাজিত আছেন। কিন্তু গতকাল ইনিংসের শুরুর দিকে মহম্মদ শামির বলে বেশ সমস্যায় পড়তে হয় বেয়ারস্টোকে। বেয়ারস্টোকে দেখেই নিজে এগিয়ে এসে বিরাট টিম সাউদির প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কানে কানে বলেন, "সাউদির থেকে কিছুটা দ্রুত ইনিংস, তাই তো?" আসলে প্রথম দিকে বল মিস করছিলেন বেয়ারস্টো। যদিও দ্বিতীয় দিনের শেষে একটু দ্রুত রান তুলছিলেন তিনি।


 






তৃতীয় দিনের শুরুতেই বেন স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড। শার্দুলের বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইংল্যান্ড অধিনায়ক। বেয়ারস্টোর সঙ্গে ক্রিজে আছেন এই মুহূর্তে স্যাম বিলিংস।