আবীর ইসলাম, বীরভূম: ইউটেরাসে (Uterous) অপারেশন (Operation) করাতে এসে রোগিণীর মৃত্যু ঘিরে বোলপুরের (Bolpur) নার্সিংহোমে (Nurshing Home) ধুন্ধুমার। রোগীর মৃত্যুর পর পরিবারকে না জানিয়ে সরকারি হাসপাতালে (Govt Hospital) স্থানান্তরিত করার অভিযোগ। এ নিয়ে মুখ খুলতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। মৃত অবস্থায় রোগিণীকে আনা হয়েছিল বলে জানিয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল।
বোলপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। নার্সিংহোমে রোগীর মৃত্যুর পর সরকারি হাসপাতালে দেহ নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের। সরকারে হাসপাতালে আনার পরই মৃত ঘোষণা রোগীকে। নার্সিংহোমের বিরুদ্ধে চিকিত্সায় গাফিলতির অভিযোগ রোগীর পরিবারের। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে বীরভূমের বোলপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে।
কী অভিযোগ?
রোগীর পরিবার সূত্রে খবর, বোলপুরের বাইপাস কাশীপুর মোড়ের কাছে এই নার্সিংহোমে গত ১ জুলাই ভর্তি হয়েছিলেন ইলামবাজারের বাসিন্দা শনি মাড্ডি। তাঁর ইউটেরাসে সংক্রমণ ছিল। ২ জুলাই অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর সকালে ভালই ছিলেন রোগী। রোগীর পরিবারের অভিযোগ, ওই দিন রাতেই অবস্থার অবনতি হয়। অভিযোগ, পরিবারকে না জানিয়ে নার্সিংহোমের তরফে রাত ২টো নাগাদ রোগীকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে।
বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা রোগীকে মৃত ঘোষণা করেন। রোগীর পরিবারের অভিযোগ, নার্সিংহোমেই চিকিতসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শনি মাড্ডির। তারপর গাফিলতি ধামাচাপা দিতে রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
আরও পড়ুন, কুমিরকে বিয়ে করলেন মেয়র! আজব কাণ্ডে হতবাক বিশ্ব
রবিবার সকালে রোগীর পরিজন নার্সিংহোমের গেটের সামনে বিক্ষোভ দেখান। নার্সিংহোমের কর্মীদের বাইরে করে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে বোলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃতার স্বামী বলেন, "ভর্তি করেছিলাম। যখন নার্সিংহোম থেকে হাসপাতালে নিয়ে যায়, তখন আমাদের কিছু জানানো হয়নি। নার্সংহোম কর্তৃপক্ষ গাড়িতে নিয়ে যায়। আজ সকালে গিয়ে জানতে পারলাম। নার্সিংহোম বলে, চিন্তার কছু নেই। একানে এসে দেখলাম মারা গেছে। নার্সিংহোমে মারা গিয়েছিল, তা আমাদের বলা হয়নি।" মৃতার ভাই বলেন, "আমাদের না জানিয়ে হাসপাতালে নিয়ে যায়। নার্সিংহোমে মৃত্যু হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ দায় ঝাড়ার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল। বোলপুর হাসপাতাল জানানয়, সেখান মৃত অবস্থায় আনা হয়েছিল।"
এ বিষয়ে নার্সিংহোমের আধিকারিক সামসুদ্দিন মোল্লার প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ক্যামেরা দেখেই এড়িয়ে যান। যদিও বোলপুর মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, মাড্ডির মৃত্যু হয়েছে বাইরে। এখানে আনার পর চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রোগীর পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।