হেডিংলে: তৃতীয় টেস্টে হারতে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলে টেস্টে ইনিংস ও ৭৬ রানে হারতে হয়েছে বিরাট (virat) বাহিনীকে। তবে তার থেকেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাদেজার (jadeja) চোট। ভারতীয় দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডারকে ম্য়াচের পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন জাদেজা। যা দেখেই চিন্তা বেড়েছে সবার।


লিডস টেস্টে হারের পরই জাদেজাকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভারতীয় দলের তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট লেগেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন হল স্ক্যান। তবে কোন হাঁটুতে তাঁর চোট লেগেছে, চোট কতটা গুরুতর তা হাসপাতালের রিপোর্ট আসার পরই জানা যাবে। চলতি সিরিজের তিন ম্যাচেই খেলেছেন জাদেজা। রান করেছেন যথাক্রমে ৫৬, ৪০, ৩, ৪ ও ৩০। শেষ ম্যাচে ২ উইকেট নিয়েছেন। 


লর্ডস টেস্টে জিতলেও হেডিংলেতে হারতে হয় বিরাটদের। সিরিজ এই মুহূর্তে ১-১। আশা জাগিয়েও পারল না ভারত। একটা সময় মনে করা হয়েছিল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি যেভাবে ব্যাট হাতে লড়াই করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সহজে জমি ছাড়বে না ভারতীয় দল। কিন্তু শনিবার, হেডিংলে টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। শনিবার মাত্র ১৯.৩ ওভারে আট উইকেট হারাল ভারত। বিরাট কোহলিরা অল আউট হয়ে গেলেন ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। 


শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান পূজারা। ৯১ রানে। বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেও (৫৫ রান) ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। দুজনকেই তুলে নেন অলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। রবিনসনকেই ম্যাচের সেরা ঘোষমা করা হয়েছে।