লখনউ: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে 'মেপে পা ফেলছেন' উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।একটা ভুল সিদ্ধান্ত চটতে পারে ভোটব্যাঙ্ক। তাই নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের আগে 'হোম ওয়ার্ক' করে রাখছেন 'হিন্দুত্বের পোস্টার বয়'।সূত্রের খবর, আগামী সপ্তাহেই যোগীর মন্ত্রিসভার(Yogi Cabinet Expansion)সম্প্রসারণ হতে পারে।
Yogi Cabinet Expansion(যোগীর মন্ত্রিসভায় সম্প্রসারণ) শোনা যাচ্ছে, ব্রাহ্মণ মুখ জিতিন প্রসাদকে ক্যাবিনেটে আনতে পারেন মুখ্যমন্ত্রী। শিকে ছিঁড়তে পারে সঞ্জয় নিশাদের। এছাড়াও মন্ত্রিসভায় নাম উঠছে মীরাটের সৈমেন্দ্র তোমর, ফতেপুরের কৃষ্ণা পাসওয়ান, দাদরির তেজপাল গুজ্জর, মোদিনগরের মঞ্জু সিওয়াচ, আপনা দলরে আশিস পটেলের। সূত্রের খবর, এদের ক্যাবিনেটে আনতে পারেন আদিতদ্যানাথ।
সম্প্রতি ক্যাবিনেট সম্প্রসারণ নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Yogi Adityanath)। সেখানেই একপ্রস্থ নাম ঠিক হয়েছে নতুন মন্ত্রীদের। এই নিয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ইউপির বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিং ও সংগঠনের জেনারেল সেক্রেটারি সুনীল বনসল। শোনা যাচ্ছে, রাজ্যের তালিকায় সবুজ সঙ্কেত দিয়েছেন অমিত শাহ।
UP Polls 2022: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। পঞ্চায়েত ভোটে ব্যাপক জয় বাড়তি অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরে। এবার বিধানসভা নির্বাচনে সেই জয়ের ধারা বজায় রাখতে চায় বিজেপি। তাই একে একে ফাঁক ফোঁকর বোজানো শুরু করেছে পদ্ম ব্রিগেডে। সূত্রের খবর, রাজ্যের বিধান পরিষদে এবার ভোটব্যাঙ্কের অঙ্ক কষে জায়গা পাবেন নেতারা। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদের।
BJP Probable List in ministerial Roles : মূলত, বিধানসভা ভোটের আগে ব্রাহ্মণদের তুষ্ট রাখতেই এই সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। বর্তমানে বিধান পরিষদে চারটি আসন খালি রয়েছে। সেখানেই জায়গা হতে পারে জিতিনের। এই তালিকায় জোরাল নাম রয়েছে নিশাদ পার্টির প্রতিষ্ঠাতা সঞ্জয় নিশাদের। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে বিজেপির ওপর চাপ সৃষ্টি করছেন নিশাদ। তাঁর ছেলে প্রবীণ নিশাদ বর্তমানে সন্ত কবীর নগরের সাংসদ। ইউপির রাজনৈতিক মহলের ধারণা, যোগীর ক্যাবিনেট রদবদলের ফলে ৪-৬ জন নতুন মন্ত্রী হবেন।
বর্তমানে যোগীর মন্ত্রিসভা
উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় এখন সব মিলিয়ে ৫৪ জন মন্ত্রী রয়েছেন। যার মধ্যে ২৩ জন ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও রয়েছেন ৯জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। প্রতিমন্ত্রী রয়েছেন ২২জন। নিয়ম অনুসারে, এখনও পর্যন্ত ৬ জন মন্ত্রীর পদ খালি রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, ইউপির বিধানসভার বাদল অধিবেশেনের আগেই মন্ত্রিসভায় রদবদল করতে পারেন যোগী আদিত্যনাথ। ওবিসি, ব্রাহ্মণ ছাড়াও অন্য কাস্টের প্রতিনিধিদেরও জায়গা হবে সেখানে।
কোভিডের কারণে মৃত্যু মন্ত্রীদের
২০১৭ সালের ১৯ মার্চ যোগীর মন্ত্রিসভা গঠন হয়। পরবর্তীকালে ২০১৯ সালের ২২ অগাস্ট নতুন করে মন্ত্রিসভার সম্প্রসারণ করেন মুখ্যমন্ত্রী। সেই সময় আদিত্যনাথের ক্যাবিনেটে ৫৬ জন মন্ত্রী ছিলেন। সম্প্রতি যাঁদের মধ্যে তিন মন্ত্রীর কোভিডে মৃত্যু হয়েছে।