বার্মিংহ্যাম : নতুন মাইলফলক ঋষভ পন্থের (Rishabh Pant)। টেস্ট ক্রিকেটের (Test Cricket) ইতিহাসে কনিষ্ঠতম উইকেটকিপার-ব্যাটার হিসাবে ২০০০ রানের গণ্ডি স্পর্শ করলেন ভারতীয় এই ক্রিকেটার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন এই ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ঋষভ। ইনিংসের ৫১ তম ওভারে মিড উইকেট বরাবর চার মেরে ২ হাজার রানে পৌঁছে যান তিনি।


পন্থের লড়াকু ইনিংস-


শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকর। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন।


আরও পড়ুন ; কোহলি-পূজারাদের ব্যর্থতার দিন ঝোড়ো সেঞ্চুরি করে নায়ক পন্থ


কতটা গুরুত্বপূর্ণ পন্থের শুক্রবারের ইনিংস। একটা ছবি থেকেই তা পরিষ্কার হয়ে যাবে। পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দেখা গেল এজবাস্টনের ড্রেসিংরুমের ব্যালকনিতে দুহাত তুলে হুঙ্কার দিতে। দ্রাবিড়, যিনি নিজের কেরিয়ারে শত সাফল্যেও সংযত থাকতেন, কোচ হিসাবে উল্লাসে ফেটে পড়লেন। যা দেখে অনেকে হতবাক। দ্রাবিড়কে কোনওদিন এত আবেগে ফেটে পড়তে দেখা গিয়েছে কি না, সেটাও মনে করতে পারছেন না কেউ।


এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ঝোড়ো সেঞ্চুরি পন্থকে অন্য উচ্চতায় পৌঁছে দিল। বলছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল। বিদেশের মাটিতে টেস্টে চাপের মুখে বড় ইনিংস খেলাকে কার্যত অভ্যাসে পরিণত করেছেন পন্থ। ৮৯ বলে সেঞ্চুরি করলেন পন্থ। তাঁর ইনিংস লড়াইয়ে রাখল ভারতকেও (Ind vs Eng)।