সিডনি: অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) একাধিক ম্যাচে বরুণদেব প্রভাব ফেলেছেন। বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ। ভারত পাকিস্তানের প্রথম ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও, ম্যাচের সময় বৃষ্টি হয়নি। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (IND vs NED) দ্বিতীয় বিশ্বকাপ ম্যাচ। সিডনির ময়দানে (Sydney Cricket Ground) এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। ভারত-নেদারল্যান্ডস ম্যাচে কি প্রভাব ফেলবে বৃষ্টি? কি বলছে আবহাওয়ার পূর্বাভাস?
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির প্রভাব ফেলার কথা নয়। আকাশ শুরুর দিকে কিছুটা মেঘাচ্ছন থাকলেও, পরের দিকে তা সরে পরিস্কার আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়কালে তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি থেকে সর্বনিম্ন ১৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ম্যাচে কিন্তু বৃষ্টি খানিকটা বিঘ্ন ঘটিয়েছে। টসের আগে বৃষ্টি তো হয়েইছে, এমনকী ম্য়াচ চলাকালীনও কয়েক পশলা বৃষ্টি হয়েছে সিডনিতে। তবে সুখবর এটাই যে, কোনও সময়ই বৃষ্টির কালো মেঘ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচে কোনও ওভারেরও ঘাটতি হয়নি। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি স্বস্তির খবরই বটে। তবে ম্যাচের আগে ভারতীয় শিবিরে অসন্তোষ খাবার নিয়ে! অভিযোগ, মঙ্গলবার সিডনিতে অনুশীলনের পর ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হয়েছিল ঠান্ডা খাবার। সেটাও নিম্নমানের ছিল। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের নিজেদেরই স্যান্ডউইচ বানিয়ে নিতে বলা হয়েছিল। শোনা যাচ্ছে, চূড়ান্ত অব্যবস্থার জেরে মধ্যাহ্নভোজ বয়কট করে ভারতীয় দল। তবে বিষয়টি নিয়ে ভারতীয় বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
খাবার নিয়ে অসন্তোষ!
নেদারল্যান্ডস ম্যাচের আগে মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার অনুশীলনে নামেন রোহিত, বিরাট কোহলিরা। ঐচ্ছিক অনুশীলন হলেও মাঠে হাজির ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, কেএল রাহুল, ঋষভ পন্থ, আর অশ্বিনরা। ছিলেন দীপক হুডা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজরাও। যদিও বিতর্ক বাধে অনুশীলনের পরেই। সূত্রের খবর, অনুশীলনের পরে রোহিতদের যে মধ্যাহ্নভোজ দেওয়া হয়েছিল, তা ঠান্ডা ছিল। খাবারের পরিমাণও পর্যাপ্ত ছিল না। নিম্নমানের তো ছিলই। বিষয়টি নিয়ে ভারতীয় দলের তরফে সিডনির ক্রিকেট গ্রাউন্ডের কর্তাদের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: প্রতিপক্ষ নেদারল্যান্ডস, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন, কীভাবে দেখবেন?