জয়পুর: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেই ভারতের সেমি-ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যায়। নিউজিল্যান্ড পরপর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে যান কেন উইলিয়ামসনরা। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই এবার দেশের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। বুধবার রাজস্থানের জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচ শুক্রবার, ১৯ তারিখ ঝাড়খণ্ডের রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার, ২১ তারিখ ইডেনে।
বুধবার সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে সন্ধে সাতটা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ম্যাচের যাবতীয় বিবরণের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
টি-২০ সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ড দু’টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু ২৫ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।
এদিকে, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি দলের সঙ্গে থাকলেও, টি-২০ সিরিজে একটি ম্যাচেও খেলবেন না। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। তাঁর বদলে টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক হচ্ছেন টিম সাউদি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বুধবার সন্ধেবেলা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তারপর শুক্রবার ও রবিবার ম্যাচ। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জয়পুরে টেস্ট দলের জন্য বিবেচিত হওয়া যে ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছে, তাদের সঙ্গে যোগ দেবে উইলিয়ামসন। ও টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। দু’টি সিরিজেরই দলে থাকা টিম সাউদি বুধবার প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবে। কাইল জেমিয়েসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার দু’টি সিরিজের দলেই আছে।’