রাঁচি: জাতীয় দলে একসঙ্গে খেলেছেন। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সাফল্যের নেপথ্যে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) যে কতটা অবদান রয়েছে, হরিয়ানার তারকা তা নিজেই বলে থাকেন। রাঁচিতে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়ে ধোনির দর্শন পেলেন চাহাল (Ind vs NZ)। আর প্রিয় নেতার সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত চাহাল। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবিও শেয়ার করলেন।


ধোনির সঙ্গে দেখা করতে রাঁচিতে কিংবদন্তি ক্রিকেটারের বাড়ি গিয়েছিলেন চাহাল। সেখানে দুজনে দীর্ঘক্ষণ আড্ডা দেন। পরে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে চাহাল লেখেন, 'ভাল পার্টনাররা আজীবন থেকে যায়। আমার পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এরকম নেতা সঙ্গে থাকলে শেখার কোনও শেষ হয় না। গতকাল মাহি ভাইয়ের সঙ্গে দারুণ সময় কাটালাম'।


 






নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।


যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা।


হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।


তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোউ উদ্বেলিত হয় ধোনিকে দেখে।


আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল। এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে।                                        



আরও পড়ুন: কোহলির দেওয়ালে বাজছে বন্দেমাতরম, তেরঙ্গা আরও ওপরে তুলে ধরার শপথ রোহিতের