অকল্যান্ড: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে ২-০ এগিয়ে গেল ভারতীয় দল। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত। বুধবার হ্যামিলটনে তৃতীয় ম্যাচ। তার আগে আজকের ম্যাচ জেতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলারদের কৃতিত্ব দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আজ বোলাররাই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। আমরা আজ উপযুক্ত লাইন ও লেংথে বল করেছি, উইকেটের একটি দিকেই বল রেখেছি এবং কীভাবে বোলিং করতে চাই, সে বিষয়ে নিশ্চিত ছিলাম। এটা আমাদের দলের পক্ষে দারুণ ব্যাপার।’
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করে নিউজিল্যান্ড। ১৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত। লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ারের জুটিতে ৮৬ রানই ভারতকে জয় এনে দেয়। রাহুল শেষপর্যন্ত ৫৭ রানে অপরাজিত থাকেন। তিনি আজ এক অনন্য রেকর্ড গড়লেন। এই প্রথম কোনও উইকেটকিপার-ব্যাটসম্যান টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচেই অর্ধশতরান করলেন। প্রথম ম্যাচে তিনি করেছিলেন ৫৬ রান। গত পাঁচটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ৯১, ৪৫, ৫৪, ৫৬ ও অপরাজিত ৫৭।
ব্যাটিং প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমার মনে হয়, এই পিচে প্রথম ইনিংসে ১৬০ রান যথেষ্ট ছিল। আমার মাঠের সব দিক, পিচের অবস্থা, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের পরিকল্পনা ভালভাবে বুঝতে পেরেছিলাম। আমাদের কিছু অদল-বদল করতে হয়। অধিনায়ক হিসেবে আমাকে ভাবনা-চিন্তা করতে হয়। (রবীন্দ্র) জাডেজা দুর্দান্ত খেলেছে, (যুজবেন্দ্র) চাহল ফের ভাল পারফরম্যান্স দেখিয়েছে। (জসপ্রীত) বুমরাহও চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের ফিল্ডিংও ভাল হয়েছে।’
উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে রেকর্ড রাহুলের, আজকের জয়ের কৃতিত্ব বোলারদেরই দিচ্ছেন বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2020 07:55 PM (IST)
এই প্রথম কোনও উইকেটকিপার-ব্যাটসম্যান টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচেই অর্ধশতরান করলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -