নয়াদিল্লি: দেশে (India) করোনায় (Corona) ফের কমল দৈনিক মৃত্যু  ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry of Health & Family Welfare) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১১ জনের।


বিহার (Bihar) ও কেরল (Kerala) মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায়, গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে হয় ২ হাজার ৭৯৬। স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান বলছে,  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৫৩৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪১ হাজার ৫৬১। এদিকে ভারতে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। রাজস্থানে (Rajasthan) ৯ জন এবং মহারাষ্ট্রে (Maharastra) আরও ৭ জনের শরীরে মিলেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ ও ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিন নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসতে চলেছে টিকাকরণের (Vaccination) টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ (Technical Advisory Group)।






 


অন্যদিকে, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (West bengal department of Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৬২০ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত (Corona affected) হলেন ১৬,১৯,২৫৭ জন। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭৬৩৯ জন। এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত (Corona affected) হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৯,৫৪৪ জন। পাশাপাশি ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। একিদনে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 


আরও পড়ুন: Omicron: ওমিক্রন প্রভাবে এশিয়ার বাজারে মন্দা, বিশ্বজুড়ে চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে