ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টেও ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে দ্রুত আউট করাই নিউজিল্যান্ড শিবিরের লক্ষ্য। এর জন্য তাঁদের পরিকল্পনা তৈরি বলে জানিয়ে দিলেন টম ল্যাথাম। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাটসম্যান বলেছেন, ‘বিরাট যখন ব্যাটিং করতে নামবে, তখন ওর মোকাবিলা করার জন্য আমরা তৈরি থাকব। ও অসাধারণ ক্রিকেটার। সেই কারণেই এতদিন ধরে টেস্টে এক নম্বর ব্যাটসম্যান ছিল। ও দীর্ঘদিন ধরেই সব ধরনের পরিবেশে রান করে চলেছে। তবে উইকেটের দু’দিকেই যদি বল স্যুইং করে, তাহলে আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’


এবারের নিউজিল্যান্ড সফরে ভাল ফর্মে নেই বিরাট। টি-২০, একদিনের সিরিজ ও প্রথম টেস্ট মিলিয়ে ৯ ইনিংসে তাঁর রান মাত্র ২০১। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৯ রান করেন তিনি। শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ১০ উইকেটে হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে ভারত। বিরাটও বড় রান করার জন্য মরিয়া থাকবেন। তবে নিউজিল্যান্ড শিবিরও প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখতে চায়।