মুম্বই: কানপুরে রেকর্ড গড়েছিলেন। টপকে গিয়েছিলেন হরভজন (harbhajan) সিংহকে। এই মুহূর্তে টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবিন্দ্রন অশ্বিন (ravichandran aswin)। কিন্তু এবার দ্বিতীয় টেস্টের আগেই আবারও মাইলস্টোন গড়ার হাতছানি তামিল এই অফস্পিনারের সামনে। শুধু একটি নয়, তিন তিনটে রেকর্ড গড়ার হাতছানি তাঁর সামনে।


কানপুর (kanpur) টেস্টে ৬ উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। যার ফলে চলতি বছরে তাঁর ঝুলিতে এসে গিয়েছে ১৪ ইনিংসে ৪৪ উইকেট। আর মাত্র ৬ উইকেট নিলেই এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব চারবার করবেন অশ্বিন। এর আগে ৩ বার এই কৃতিত্ব গড়েছিলেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় ছিলেন অনিল কুম্বলে ও হরভজন সিংহ। কিন্তু এবার তাঁদেরও টপকে যাওয়ার হাতছানি অশ্বিনের। তিনি যে তিন মরসুমে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন, তা হল - ২০১৫, ২০১৬, ২০১৭। এই মরসুমেও সেই রেকর্ডের হাতছানি রয়েছে।


 


আর মাত্র ৮ উইকেট পেলেই ঘরের মাঠে তিনশো উইকেটের মালিক হবেন অশ্বিন। সেক্ষেত্রে তিনি ছুয়ে ফেলবেন অনিল কুম্বলেকে। তিনিও ঘরের মাঠে তিনশোর বেশি উইকেটের মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ঘরের মাঠে ৩৫০ উইকেট। 


 


আর ৮ উইকেট পেলে আরও একটি মাইলস্টোন গড়বেন অশ্বিন। এক্ষেত্রে তিনি রিচার্ড হ্যাডলিকে টপকে যেতে পারবেন। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেটের মালিক এই মুহূর্তে প্রাক্তন কিউয়ি পেসার। তিনি ১৪ টেস্টে ৬৫ উইকেট নিয়েছেন। অশ্বিনের ঝুলিতে রয়েছে ৫৭ উইকেট। 


উল্লেখ্য, কানপুর টেস্টের শেষ দিনে টম লাথামের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই দুরন্ত এক ব্যক্তিগত নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। সবথেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় হরভজন সিংকে টপকে তিন নম্বরে উঠে আসেন রবিচন্দ্রন।


আরও পড়ুন: রাহানে নয়, দ্বিতীয় টেস্টে এই ক্রিকেটারের বদলি হতে পারেন বিরাট