মুম্বই: কাল থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড (ind vs nz) দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে (india cricket team)। এই পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজে চ্যাম্পিয়ন হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় ২ দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় শিবিরে দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি (virat kohli)। কিন্তু কার বদলি হিসেবে দলে যোগ দেবেন তিনি? এই প্রশ্নই এখন বারবার উঠে আসছে। 


প্রথম টেস্টে ব্যাটে রান পাননি অজিঙ্ক রাহানে। রান পাননি চেতেশ্বর পূজারাও। এই ২ অভিজ্ঞ ব্যাটার দীর্ঘদিন ধরেই অফফর্মে। রাহানে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পূজারার তো গত ২ বছরের ওপরে কোনও সেঞ্চুরিও নেই। এই পরিস্থিতিতে তাঁদের ২ জনকেই বলির পাঁঠা করা হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সূত্র মারফৎ শোনা যাচ্ছে যে রাহানে নয়, দ্বিতীয় টেস্টে বিরাট দলে ঢুকতে পারেন ময়ঙ্ক অগ্রবালের পরিবর্ত হিসেবে। 


প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন ময়ঙ্কও। প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও মনে করেন যে ময়ঙ্কই হয়ত বসতে পারেন দ্বিতীয় টেস্টে। তিনি বলেন, ''দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ বাছাই খুব কঠিন হতে চলেছে। তবে আমি এখনও মনে করি যে প্রথম টেস্টে ২ ইনিংসেই ময়ঙ্ককে একবারের জন্যও আত্মবিশ্বাসী মনে হয়নি। আমার মনে হয় ওর বদলি হিসেবেই দলে ঢুকতে পারে বিরাট।'' কিন্তু সেক্ষেত্রে টিম কম্বিনেশন কেমন হবে? লক্ষ্মণ বলেন, ''পূজারা এর আগেও ওপেন করেছে। ও ওপেনিংয়ে নামতে পারে। সেক্ষেত্রে রাহানে তিন নম্বর ও বিরাট চার নম্বরেই ব্যাট করতে নামবে। শ্রেয়স আগের ম্যাচে সেঞ্চুরি করেছে। ও পাঁচ নম্বরে নামবে সেক্ষত্রে।''


আরও পড়ুন: ''রাহানে, পূজারার পাশেই দল, ঋদ্ধিকে নিয়ে ধীরে চলো নীতি'', বলছেন মাম্বব্রে