মুম্বই: একদিন বাকি থাকতেই নিউজিল্যান্ডের (newzeland) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (team India)। সেই সঙ্গে ২ ম্যাচের সিরিজও পকেটে পুরে নিয়েছে তারা। কিন্তু ম্যাচ ও সিরিজ জয়ই নয়। ভারতীয় দল মন জয় করে নিয়েছে মাঠের বাইরেও। ম্যাচের পর ভারতীয় দলে প্রত্যেক ক্রিকেটারের নামাঙ্কিত একটি জার্সি কিউয়ি স্পিনার আজাজ পটেলকে উপহার দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (ravichandran aswin)। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্ট ৩৭২ রানে জিতে নিয়েছে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে।


জিম লেকার, অনিল কুম্বলের (anil kumble) পর তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন আজাজ পটেল। নিউজিল্যান্ডের (newzeland) এই স্পিনার মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে সবগুলো উইকেটই একাই তুলে নিয়েছিলেন। আজাজকে শুভেচ্ছা জানাতে নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিলেন রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলিও। এবার আজাজকে গোটা দলের তরফ থেকে জার্সি উপহার দেওয়া হল এই অসাধারণ নজির গড়ার জন্য।  


এদিকে, কানপুরে টেস্ট (Test Match) ড্রয়ের পর মুম্বইতে কিউয়ি-বধ ভারতের। ওয়াংখেড়েতে আজ চতুর্থ দিনের খেলা শুরু হতেই ভারতীয় বোলারদের দাপটে চাপে ছিল নিউজিল্যান্ড (New Zealand )।  জয়ন্ত যাদবের দুর্দান্ত স্পেলে কার্যত বশ্যতা স্বীকার করে নিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘণ্টা যেতে না যেতেই ১৬৭ রানে কিউয়িদের গুটিয়ে ম্যাচ ও সিরিজ মুঠোয় পুরল বিরাট-বাহিনী।


কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে ছিল নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ছিল  ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ৫ উইকেট। সেই রেজাল্ট নিয়েই এদিন মাঠে নামে দুই দল। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার টেস্টেও শেষ হাসি হাসল ভারত।