নয়া দিল্লি: ওমিক্রন (Omicron) নিয়ে এমনিতেই চিন্তা বাড়ছিল বিশ্বে। এরই মধ্যে সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হল সেখানে দুই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন রূপের দুটি কেস চিহ্নিত করেছে।
এঁদের মধ্যে এক ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানান হয়নি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "ওই দুই ব্যক্তিদের আইসোলেটেড করে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।" এই দুই ব্যক্তির সঙ্গে আরও ৬৬ জন সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সনাক্ত করা হয়েছে। যদিও সকলেই তারা কোভিড নেগেটিভ। ইতিমধ্যেই নেপাল ওমিক্রন উদ্বেগে আফ্রিকার আটটি দেশ এবং হংকং থেকে সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন, ওমিক্রন প্রভাবে এশিয়ার বাজারে মন্দা, বিশ্বজুড়ে চাকরির বাজারে অনিশ্চয়তা বাড়ছে
এদিকে, মহারাষ্ট্রেও চিন্তা বাড়ছে ওমিক্রন নিয়ে। পিম্পরির পুরসভার কমিশনার রাজেশ পাতিল জানিয়েছেন এখনও পর্যন্ত ১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে সেখানে। এঁদের মধ্যে ৬ জন ওমিক্রন আক্রান্ত। বাকি ১০ জনের নমুনা জিনোমিক সিকোয়েন্স পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অন্যদিকে,বিশ্বজুড়ে ওমিক্রন (Omicron)-আতঙ্ক। ব্রিটেনে (Britain) আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই নিয়ে ওই দেশে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬। ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার।