মুম্বই: কানপুর টেস্টে ঘাড়ের যন্ত্রণা নিয়েও ক্রিজে লড়ে গিয়েছিলেন। কানপুরের গ্রিন পার্ক দেখেছিল এক বাঙালির অসামান্য লড়াই। ১২৬ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) শুধু সমস্ত সমালোচনা ও অবসর-জল্পনাকে থামিয়ে দিয়েছেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমে শ্রেয়স (shreyash iyer) আইয়ারের সঙ্গে ৬৪ রান ও পরে অক্ষর পটেলের সঙ্গে ৬৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে বিপদের হাত থেকে রক্ষে করেছিলেন। কিন্তু এরপরও চিন্তা ছিল যে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না। কারণ ব্যাট হাতে অর্ধশতরান করলেও, কিপিংয়ের সময় ব্যাথা অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। 


তবে দ্বিতীয় টেস্টের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন যে ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ঋদ্ধিমান সাহা ঘাড়ের যন্ত্রণা কাটিয়ে উঠেছে। ও পুরো ফিট রয়েছে এখন। আমরা টিম কম্বিনেশ বেছে নেব আবহাওয়া ও পিচ দেখেই।'' অর্থাৎ কোহলির কথাতেই পরিষ্কার যে ঋদ্ধিই যে দ্বিতীয় টেস্টে প্রথম পছন্দ হতে চলেছে। বিরাটের বক্তব্য আরও জোরালো করে নিজের সোশ্যাল মিডিয়া কু-তে নিজেও ঋদ্ধি পোস্ট করেছেন যে তিনি পুরোপুরি ফিট, সামনে দিকে লক্ষ্য রাখছেন তিনি। 





 


এর আগে অবশ্য দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছিলেন, ''ঋদ্ধির দুর্ভাগ্য় যে আমরা ভীষণ স্পেশ্যাল একজন খেলোয়াড় পেয়ে গিয়েছি। ঋষভ পন্থ। ওই আমাদের এক নম্বর উইকেটকিপার এবং গত কয়েক বছরে দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। ঋদ্ধি তো আছেই। দলের যখন প্রয়োজন খেলবে। পন্থ না থাকলে ওই খেলবে। আর ওর আজকের ইনিংস দেখিয়ে দিল ও কী পারে।''


ভারতীয় দলের নব নির্বাচিত বোলিং কোচ পারশ মামব্রে গতকালই বলেছিলেন, ''দরকারের সময় ঋদ্ধি যেভাবে ব্যাট হাতে লড়েছে, তা প্রশংসার যোগ্য। আমরা খেলার শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওই আমাদের প্রথম পছন্দ।''


আরও পড়ুন: কাল শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, নজরে ওয়াংখেড়ের পিচ