ক্রাইস্টচার্চ: সিরিজ বাঁচানোর ম্যাচে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে গেল ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে। কিউয়ি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংকে টানলেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়স আইয়ার। ম্যাচ জিতে কি সিরিজ বাঁচাতে পারবে টিম ইন্ডিয়া?
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জিতেও নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে সিরিজে চাপে ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজ হাতছাড়া হওয়া আটকাতে বুধবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে জিততেই হবে ভারতকে।
আর সেই মরণ-বাঁচন ম্যাচে কিউয়ি বোলারদের বিরুদ্ধে বেকায়দায় ভারত। ক্রাইস্টচার্চে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। ভারতের দুই ওপেনার শিখর ধবন ও শুভমন গিল শুরুটা ভাল করেছিলেন। তবে নবম ওভারে ১৩ রান করে আউট হন শুভমন। দলের রান তখন ৩৯। এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ধবন। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি।
কিউয়ি বোলারদের দাপটে ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার ব্যাটিং। রান পাননি ঋষভ পন্থ (১০), সূর্যকুমার যাদব (৬), দীপক হুডা (১২)-রা। তবে পাল্টা লড়াই করেন শ্রেয়স আইয়ার। তিন নম্বরে নেমে ৫৯ বলে ৪৯ রান করেন তিনি। হাফসেঞ্চুরির মাত্র এক রান আগে ফেরেন মুম্বইয়ের ক্রিকেটার।
শেষের দিকে ব্যাট হাতে লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। ৬৪ বলে ৫১ রান করেন তামিলনাড়ুর তরুণ। তাঁর জন্যই বোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ভারত।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে অ্যাডাম মিলনে ও ডারিল মিচেল তিনটি করে উইকেট নিয়েছেন। টিম সাউদি ২ উইকেট নেন।
আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড