হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ সুপার ওভারে জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারতীয় দল। সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড করে ১৭ রান। টানটান উত্তেজনার মধ্যে ভারতের হয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের হয়ে বল করতে আসেন টিম সাউদি। প্রথম বলে ঝুঁকি নিয়ে ছুটে ২ রান নেন রোহিত। পরের বলে হয় এক রান। তৃতীয় বলে বাউন্ডারি মারেন রাহুল। চতুর্থ বলে হয় এক রান। শেষের দুই বলেই ছক্কা মেরে দলকে জেতান রোহিত। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতল ভারত। এই সিরিজে আরও দু’টি ম্যাচ বাকি। সেগুলি নিয়মরক্ষার হয়ে দাঁড়ালেও, টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে পারে।

এর আগে আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত (৬৫) ও রাহুল (২৭)। ওপেনিং জুটিতে ওঠে ৮৯ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৮ রান। রোহিত আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হন তিন নম্বরে ব্যাটিং করতে আসা শিবম দুবে। ৯৬ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। শ্রেয়স আয়ার অধিনায়ক বিরাটের সঙ্গে জুটিতে ৪৬ রান যোগ করেন। কিন্তু ১৬ বলে ১৭ রান করে আউট হন শ্রেয়স। ১৪২ রানে চার উইকেট হারায় ভারত। দলের ১৬০ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। ২৭ বলে ৩৮ রান করে আউট হন বিরাট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৫ উইকেটে ১৭৯ রান। মণীশ পান্ডে ৬ বলে ১৪ ও রবীন্দ্র জাডেজা ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যায়নি রোহিতকে। তৃতীয় ম্যাচে ফের সংহারমূর্তিতে ভারতের হিট-ম্যান। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং রোহিতের। মাত্র ২৩ বলে ৫০ রান পূর্ণ করলেন তিনি। যোগ্যসঙ্গত রাহুলেরও।  ৬ ওভারেই ভারতের রান পৌঁছয় বিনা উইকেটে ৬৯-এ। কিউয়ি বোলারদের বিন্দুমাত্র রেয়াত করেনি রোহিতের ব্যাট।একের পর এক বাউন্ডারি ও ওভারবাউন্ডারি  আসে তাঁর ব্যাট থেকে। নবম ওভারের শেষ বলে রাহুলকে আউট করেন গ্র্যান্ডহোম। রাহুল ১৯ বলে করেন ২৯ রান (দুটি চার, একটি ছয়)।

নিউজিল্যান্ডের অধিনায়ক ৪৮ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রায় একাই দলকে জিতিয়ে দিচ্ছিলেন। তবে শেষ ওভারে মহম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ টাই হয়। এরপর ভারতই জয় ছিনিয়ে নেয়।

এই ম্যাচে কিউয়িদের হয়ে বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা নেন হামিশ বেনেট। রোহিত ছাড়াও শিবম দুবে ও বিরাটকে আউট করেন তিনি। মিচেল স্যান্টনার ও কলি ডে গ্র্যান্ডহোম একটি করে উইকেট পান। ভারতের হয়ে শামি ও শার্দুল ঠাকুর দু’টি করে উইকেট নেন।