নয়াদিল্লি: আইপিএল-এর একযুগের ইতিহাসে যা হয়নি, তা এবার হতে চলেছে। একই দলের হয়ে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। বিদেশীদের অনেক তারকাও একই সঙ্গে একই দলে খেলবেন এই ত্রয়ীর সঙ্গে। ধোনি, বিরাট, রোহিতের সঙ্গে একই দলে খেলতে পারেন এবি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসন, লসিথ মালিঙ্গা।
সূত্রের খবর অনুযায়ী ২০২০ আইপিএল শুরুর আগে একটি অলস্টার ম্যাচের আয়োজন করতে চাইছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইপিএল গভার্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেস পটেলের উপস্থিতিতেই একটি বৈঠকে এই অলস্টার ম্যাচ নিয়ে আলোচনা হয়। যানা যাচ্ছে, এটি একটি চ্যারিটি ম্যাচ। যার সমস্ত অর্থই দান করা হবে।
একটি ক্রীড়া ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী আইপিএল-এর ৮টি দলকে ২ ভাগে করা হবে। উত্তর ও পূর্ব ভারতের ৪টি দল দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটি দল তৈরি হবে। যে দলে খেলার সম্ভাবনা রয়েছে আন্দ্রে রাসেল, ঋষভ পন্থ, বেন স্টোকস, শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, জোফ্রা আর্চার ও ইয়ন মর্গ্যানের মতো তারকা ক্রিকেটারদের। অন্যদিকে দক্ষিণ ও পশ্চিম ভারতের ৪টি দল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ানস নিয়ে তৈরি দলে খেলবেন ধোনি, বিরাট, রোহিত।
তবে এই ম্যাচ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনও পাকাপোক্ত কোনও ক্রীড়াসূচি জানানো হয়নি। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই অলস্টার ম্যাচের ক্রীড়সূচি জানিয়ে দেবে বোর্ড।