রাঁচি: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল রোহিত শর্মার দল। ব্যাটিং-বোলিং সব বিভাগেই টেক্কা দিয়েছে তাঁরা প্রতিপক্ষকে। কিন্তু বল হাতে আশানুরুপ পারফরম্যান্স করতে পারেননি মহম্মদ সিরাজ। আর তাই রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সিরাজ নয়, হর্ষল পটেলকে একাদশে দেখতে চাইছেন দীনেশ কার্তিক।  


নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অনেক সিনিয়র ক্রিকেটারই সরে দাঁড়িয়েছেন। তার বদলে অনেকেই আবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলে প্রবেশ করেছে। তেমনই একজন সিরাজ। ২০১৮ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলেছিলেন। নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, 'আমার মনে হয় হর্ষল পটেল মহম্মদ সিরাজের বদলি হিসেবে প্রথম একাদশে খুব সহজেই ঢুকে যেতে পারে।' কার্তিক আরও বলেন, 'সিরাজ ও হর্ষল ২ জনেই দুর্দান্ত বোলার। এখনও পর্যন্ত তাঁদের কেরিয়ারে পারফরম্যান্সও দারুণ করেছে। কিন্তু রাঁচির স্লো উইকেটের কথা যদি মাথায় রাখা হয়, তবে কিন্তু হর্ষলকেই আমি এগিয়ে রাখব সিরাজের তুলনায়।'


গত আইপিএলে ১৫ ম্যাচে ৩২ উইকেট পেয়েছেন হর্ষল। সেই ছন্দ জাতীয় দলের জার্সিতেও দেখা যাবে বলে মনে করেন কার্তিক। তিনি বলেন, 'আবেশ খানও স্লো বল করে। কিন্তু হর্ষল বেশি কার্যকরী হতে পারে। সেইক্ষেত্রে আবার পেসের দিকে তাকালে আবেশ খানও টেক্কা দেবে অনেককেই।'


এদিকে প্রথম ম্যাচে জয়ের পর দলের ছেলেদের উচ্ছ্বসিত প্রশংসা করে রোহিত বলেছিলেন, "শেষের দিকে আমরা বুঝতে পারি ম্যাচটা সহজ নয়। আমাদের ছেলেদের কাছে এটা একটা শিক্ষনীয় অভিজ্ঞতা ছিল। কারণ, ছেলেরা ভারতের হয়ে এর আগে এই পরিস্থিতিতে ব্যাট করেনি। কী করতে হবে তা বোঝার জন্য ওদের কাছে এটা দারুণ শিক্ষার ছিল। সবসময় জোরে বল মারাটা বিষয় নয়। ফিল্ডারের ডান বা বাঁদিকে বল ফেলে সিঙ্গল নিতে হবে বা বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে।" এর পাশাপাশি সূর্যকুমার যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্যাপ্টেন। তাঁর সংযোজন, "অসাধারণ ব্যাট করেছে সূর্য। ও এরকমই খেলে। স্পিনের বিরুদ্ধেও দারুণ খেলেছে। আবার ফাস্ট বোলারদের পেসও দারুণ ব্যবহার করেছে।"