কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহি থেকে তখন সদ্য দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC) পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। গোটা শিবিরে যেন কার্যত শশ্মানের নীরবতা। মানসিকভাবে সকলে বিধ্বস্ত। বিপর্যস্ত।
আর সেই সময়ই জাতীয় দলের কোচ নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই সঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল রোহিত শর্মাকে (Rohit Sharma)। দায়িত্ব নিয়েই যাঁরা উপলব্ধি করেন যে, সবার আগে দলের এই নেতিয়ে পড়া মানসিকতা বদলাতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার ঠিক আগে দলের ক্রিকেটারদের নিয়ে একটি বৈঠক করেন দ্রাবিড় ও রোহিত শর্মা। জাতীয় দলের সঙ্গে যুক্তরা জানাচ্ছেন, ওই একটি বৈঠকেই গোটা শিবিরের চেহারা বদলে গিয়েছিল।
কী আলোচনা হয়েছিল সেই বৈঠকে? রবিবার রাতে ইডেন গার্ডেন্সে ৭৩ রানে জয়ের পর এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা বলেছেন, 'দায়িত্ব নিয়েই আমরা একটা বৈঠক করেছিলাম। সেই বৈঠকে সকলকে বলেছিলাম যে, দলের হয়ে কিছু করলে তা কারও নজর এড়াবে না। তোমরা চাপ নিয়ে দলের জন্য কিছু করতে চাইলে তার যথাযথ স্বীকৃতি পাবে। কোচ আর অধিনায়কের দায়িত্বই হল সকলকে বলা যে, দলের জন্য যা করতে চাইছো, সেটা আমরা বুঝেছি। সকলকে বলেছিলাম, তোমরা দলের জন্য যেটা করতে চাইছো, করো। ফল এলে ভাল। না এলেও ছুড়ে ফেলা হবে না। কারণ তোমরা যা করতে চাইছো, সেটা দলের জন্যই।'
বিশ্বকাপে বিপর্যয়ের পর কী পরিবর্তন করেছেন দলে? 'কোনও পরিবর্তন করিনি। আমরা বুঝতে পেরেছি, খেলার সময় কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। সেটাই করার চেষ্টা করেছি। দলের মধ্যে একটা সুস্থ মানসিকতা তৈরির চেষ্টা করেছি। ক্রিকেটারদের সুরক্ষিত অনুভব করাতে চেয়েছি। যাতে সকলে মাঠে গিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলে,' বলছিলেন রোহিত।
টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের পর রোহিত আরও বলেছেন, 'ছেলেদের বলেছিলাম, দলের জন্য যা কিছু করা হচ্ছে সব কিছুতেই আমরা সমর্থন করব। আর এই রীতিটা বজায় রাখতে চাই। ভারতে এত প্রতিভা যে কাজটা সহজ নয়। যারা দলের বাইরে, তারাও বেশিরভাগ সময় খুব ভাল খেলেছে। আমরা সেরকম সব ক্রিকেটারকেই দলে রাখতে চাই। তবে কাজটা কঠিন কারণ, মাত্র ১১ জনকেই খেলানো যায়। এটা খুব কঠিন হলেও আমরা চেষ্টা করব যে, প্লেয়াররা যখন মাঠে নামবে, কোনও উদ্বেগ যেন তাদের মধ্যে না থাকে।'
কিউয়ি-বধ করে কোচ-অধিনায়কের আস্থার মর্যাদা রেখেছে নতুন টিম ইন্ডিয়া।