ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তিরাও এক বাক্যে মেনে নেন যে, বর্তমানে বিশ্বক্রিকেটের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli)।


অথচ কোহলির চেয়েও এগিয়ে এক অনামী পাক ব্যাটার! খুররম মঞ্জুরের দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিরাট কোহলি নন, ৫০ ওভারের ক্রিকেটে তিনিই বিশ্বের সেরা ব্যাটার। তবু জাতীয় নির্বাচকদের বঞ্চনায় দীর্ঘায়িত হয়নি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। এমনই দাবি করে বসলেন পাকিস্তানের খুররম।


সচিন তেন্ডুলকরের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে কোহলির। তবে সকলকে অবাক করে দিয়ে, পাকিস্তানের এক অনামী ক্রিকেটার নিজেকে বিরাটের চেয়ে এগিয়ে বলে ঘোষণা করেছেন! যাঁরা কোহলিকে এখনকার প্রজন্মের ব্যাটারদের মধ্যে সেরা মনে করেন, তাঁদের সঙ্গে সহমত নন পাকিস্তানের মঞ্জুর।


তাঁর দাবি, লিস্ট এ ক্রিকেটে (ঘরোয়া এবং আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচ) তাঁর পারফরম্যান্স কোহলির থেকে অনেক ভাল। বলেছেন, 'আমি নিজেকে কোহলির সঙ্গে তুলনা করতে রাজি নই। ঘটনা হল ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা ১০ জন যারাই হোক, আমিই এক নম্বর। কোহলি আমার পরে আসতে পারে। লিস্ট এ ক্রিকেটে সাধারণ ইনিংসকে বড় রানে পরিণত করার হার আমারই সব থেকে ভাল।'


এখানেই থেমে থাকেননি মঞ্জুর। বলেছেন, 'গত ১০ বছর ধরে আমার গড় ৫৩-র বেশি। কোহলি প্রতি ছ’টা ইনিংসে একটা শতরান করেছে। আমি প্রতি ৫.৬৮ ইনিংসে একটি করে শতরান করেছি। লিস্ট এ ক্রিকেটে আমি বিশ্বে ক্রমতালিকার পাঁচ নম্বরে রয়েছি। শেষ ৪৮টা ইনিংসে আমার শতরানের সংখ্যা ২৪। ২০১৫ সাল থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে যত জন ইনিংস শুরু করেছে, সব থেকে ভাল পারফরম্যান্স আমারই। আমাদের দেশে জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আমার রানই সব থেকে বেশি। সেঞ্চুরির সংখ্যাও এগিয়ে রয়েছি।'


তবে তিনি যে বঞ্চনার শিকার, জানিয়েছেন খুররম। বলেছেন, 'আমি সব সময় বঞ্চনার শিকার হয়েছি। আমাকে দলে না নেওয়ার কোনও যুক্তিগ্রাহ্য কারণ কেউ বলতে পারেনি।' খুররম ডানহাতি ব্যাটসম্যান। কেরিয়ারে ১৬টি টেস্ট, ৭টি ওয়ান ডে এবং ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ২৮.১৭ গড়ে মোট ৮১৭ রান করেছেন। ওয়ান ডে-তে ৩৩.৭১ গড়ে ২৩৬ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১১ রান করেছেন।                           



আরও পড়ুন: ABP Exclusive: ইতিবাচক বৈঠক, চলতি বছরেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের শ্যুটিং