কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মাচারণের বিরোধী ছিলেন তিনি। হেনরি ডিরোজিও-র সেই রীতিকে আজও ধরে রেখেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ বার তাতে ছেদ পড়ার উপক্রম হয়েছিল। কর্তৃপক্ষ সরস্বতী পুজো করতে দিচ্ছেন না বলে সরব হয়েছিলেন শাসকদলের ছাত্র সংগঠন (TMCP)। তবে শেষ পর্যন্ত চিরকালীন রীতিই বজায় থাকল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University)। শেষ পর্যন্তও সরস্বতী পুজোয় অনুমতি দেননি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরেই পুজো করার সিদ্ধান্ত তৃণমূল ছাত্র পরিষদের (Presidency Saraswati Puja)। 


বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরেই পুজো করার সিদ্ধান্ত তৃণমূল ছাত্র পরিষদের


প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা নিয়ে গত কয়েক দিন ধরেই টানাপোড়েন চলছিল। কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠনের দাবির সামনেও মাথা নোয়াননি কর্তৃপক্ষ। ক্যাম্পাসে ধর্মাচরণ হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। শেষ মেশ তাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরেই পুজোর আয়োজন করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সেই মতো সেখানে জমায়েত করে রয়েছেন তাঁরা। 


বৃহস্পতিবার সরস্বতী পুজো। তার আগে, বুধবার দুপুর থেকেই ফটকের বাইরে শুরু হয়ে যায় বাগদেবীর আরাধনার প্রস্তুতি। রাস্তায় বসে আল্পনা, রঙ্গোলি আঁকতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের একাংশকে। এনে হাজির করা হয় ভ্রাম্যমান মণ্ডপও। তার পর বিকেল হতে এসে পৌঁছয় সরস্বতী প্রতিমাও। ফটকের বাইরে, ভ্রাম্যমান মণ্ডপে প্রতিমা রাখা হবে বলে জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা। 


আরও পড়ুন: Presidency University: অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, গেটেই সরস্বতী পুজোর আয়োজন TMCP-র


প্রেসিডেন্সির ফটকের বাইরে সরস্বতী পুজোর মূল উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদই। ফটকের বাইরে পুজো করা নিয়ে সংগঠনে যুক্ত এক ছাত্রী বলেন, "একসঙ্গে, সবাই মিলে পুজো করছি। সাধারণ ছাত্রছাত্রীদের এগিয়ে আনার জন্য, আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য তৃণমূল ছাত্র পরিষদকে ধন্যবাদ। সকলকে অভিনন্দন।" বিশ্ববিদ্যালয়ের রেওয়াজের কথা উঠলে, সংগঠনের আর এক সদস্য বলেন, "কোনও পরিবর্তনই একদিনে হয় না। সকলে যুক্ত হতে পেরেছেন, এতেই জয় আমাদের।"


প্রেসিডেন্সির ফটকের বাইরে সরস্বতী পুজোর মূল উদ্যোক্তা তৃণমূল ছাত্র পরিষদই


গত ১৯ জানুয়ারি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে চিঠি দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চান পড়ুয়াদের একাংশ। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ অভিযোগ করে যে, বিভিন্ন কারণ দেখিয়ে, পড়ুয়াদের সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয়নি। যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান,  তাঁদের ক্যাম্পাসে কোনও ধর্মাচারণ হয় না।  সেই নিয়ে টানাপোড়েন চলছিল। তবে শেষ মেশ, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ নিজেদের অবস্থানেই অনড় থাকলেন। ফটকের বাইরেই পুজো করছেন পড়ুয়ারা।