সন্দীপ সরকার, কলকাতা: তিনি নিজে শুধু কিংবদন্তি ক্রিকেটারই নন, তাঁর উত্থানের কাহিনিও ভারতীয় ক্রিকেটে রূপকথার মতো হয়ে রয়েছে। ক্রিকেট কেরিয়ারে বারবার ধাক্কা খেয়েছেন। হাল ছাড়েননি। ঘুরে দাঁড়িয়ে জয় করেছেন নতুন নতুন শৃঙ্গ। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জীবনী এবার পর্দায় আসতে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরেই সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা।


বায়োপিকের চিত্রনাট্যের কাজ এগতে মুম্বই গিয়েছিলেন সৌরভ। সঙ্গে ছিলেন বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। যিনি সৌরভের বায়োপিক নির্মাণের অন্যতম উদ্যোগীও। প্রযোজক সংস্থা লভ ফিল্মসের তরফে বৈঠকে ছিলেন লভ রঞ্জন (Luv Ranjan) ও অঙ্কুর গর্গ (Ankur Garg)। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, প্রযোজকদের সঙ্গে খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। এ বছরের শেষেই শ্যুটিং শুরু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা।


জানা গেল, চিত্রনাট্য তৈরির কাজ চলছে জোর কদমে। সৌরভের জীবনের গল্প লেখার সময় মাথায় রাখা হচ্ছে বায়োপিকের দৈর্ঘ্যও। একটা ব্যাপারে সৌরভ-সঞ্জয় ও প্রযোজকরা একমত। সেটা হল, চিত্রনাট্য টানটান, মেদহীন করতে হবে।


গোটা প্রকল্পের সঙ্গে যুক্ত একজন এবিপি লাইভকে বলছিলেন, 'সৌরভের জীবনের অনেকগুলো পরত রয়েছে। ক্রিকেটার সৌরভ, ক্রিকেট প্রশাসক সৌরভ। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। আবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদও সামলেছে। তবে সিনেমায় কতটা দেখানো হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। সিনেমার সময়সীমা নিয়ে কাটাছেঁড়া চলছে। গল্পটাকে টানটান রাখার চেষ্টা হচ্ছে। সেটা সহজ কাজ নয়। বিশেষ করে এমন কাউকে নিয়ে যদি সিনেমা হয়, যার জীবন সৌরভের মতো এত বৈচিত্রময়। ফলে বায়োপিকে কোনটা রাখব, কোনটা বাদ দেব, সেটা ভাবতে হবে। চিত্রনাট্য লেখার সময় সেটা নির্ধারিত হবে। আমরা চাই দর্শকদের সম্পূর্ণ বিনোদন হোক। পয়সাওসুল সিনেমা হবে।'


সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। অনেক নাম নিয়েই জল্পনা চলছে। তবে চিত্রনাট্য আগে চূড়ান্ত হতে হবে। বলিউডের সাম্প্রতিক প্রচলন হচ্ছে, প্রথম সারির কোনও অভিনেতাই স্ক্রিপ্ট না শুনে অভিনয় করতে রাজি হন না। সেই কারণে চিত্রনাট্য দ্রুত শেষ করায় জোর দেওয়া হচ্ছে।


সৌরভ বুধবার সকালে কলকাতায় ফিরেছেন। তবে সঞ্জয় মুম্বইয়ে রয়ে গিয়েছেন। জানা গেল, মুম্বইয়ের বৈঠকে ইতিবাচক কথা হয়েছে। তবে সময় নিয়েই কাজটি করতে চাইছেন নির্মাতারা। একজন বলছিলেন, 'এটা সৃজনশীল কাজ। তাড়াহুড়ো করে এসব হয় না। কাজটা নিখুঁত করতে হবে।'


পরের মাসে ফের একবার সৌরভের সঙ্গে নির্মাতাদের বৈঠক হবে। সব কিছু ঠিকঠাক চললে, ২০২৩ সালেই সৌরভের বায়োপিকের শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা।


আরও পড়ুন: 'পাঠান' মুক্তির মাঝেই রোহিতকে প্রশংসায় ভরালেন কিং খান