ইনদওর: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মাঠের বাইরে ঋষভ পন্থ ( Rishabh Pant)। সতীর্থের দ্রুত আরোগ্য কামনায় উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর (Mahakaleswar Temple) মন্দিরে গিয়ে পুজো দিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
মঙ্গলবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে নামছে ভারত (Indian Cricket Team)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অবশ্য টিম ইন্ডিয়া আগেই জিতে নিয়েছে। মঙ্গলবারের ম্যাচ নিয়মরক্ষার। তার আগে ভারতীয় ক্রিকেটাররা মন্দিরে গিয়ে পন্থের জন্য প্রার্থনা করে এলেন।
গত বছরের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পন্থের গাড়ি ধাক্কা মারে হাওইয়ের ডিভাইডারে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। দু’ সপ্তাহের মধ্যে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছুটি পাবেন তারকা উইকেটকিপার। সংবাদসংস্থা এএনআই-কে সূর্যকুমার যাদব বলেন, 'পন্থের জন্য আমরা প্রার্থনা করেছি। ওর প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য খুব জরুরি।'
আজকে থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করবে বলে আগেই শোনা গিয়েছিল। শুরু হয়ে গেল সেই প্রক্রিয়া। আইসিসির তরফে টি-টোয়ন্টির বর্ষসেরা একাদশ (ICC Mens T20I Team of the Year 2022) ঘোষণা করে দেওয়া হল। প্রত্যাশামতোই সেই একাদশে গত বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানসংগ্রাহক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রয়েছেন। সূর্যর পাশাপাশি রয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli)।
অধিনায়ক বাটলার
আইসিসির নির্বাচিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে জস বাটলারকে (Jos Buttler)। ইয়ন মর্গ্যানের অবসরের পর বাটলার সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত হন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে খেতাবও জেতান বাটলার। তাই তাঁর অধিনায়ক নির্বাচিত হওয়া নিয়ে খুব বেশি প্রশ্নের অবকাশ থাকে না। বাটলারের পাশাপাশি ওপেনার হিসাবে মহম্মদ রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। এরপর তিন এবং চারে দুই ভারতীয় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
দলে হার্দিক
বিরাট টি-টোয়েন্টি ফর্ম্যাটেই নিজের শতরানের খরা কাটান। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের ইনিংস চিরস্মরণীয় হয়ে থাকবে। মিডল অর্ডারে গ্লেন ফিলিপ্সও রয়েছেন। এছাড়া দুই অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পেয়েছেন সিকন্দার রাজা ও হার্দিক পাণ্ড্য। হার্দিক গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০৭ রানের পাশাপাশি ২০টি উিইকেটও নেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্যাম কারানও আছেন দলে।
দীর্ঘসময় চোটের ফলে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে তিনি ছয় ম্যাচে ১৩ উইকেট নেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার খেতাব জয়ের পিছনে ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরাট অবদান ছিল। তিনি নয় উইকেট নেন। বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। শ্রীলঙ্কান স্পিনার আট ম্যাচে ১৫ উইকেটন নেন। এছাড়া পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হ্যারিস রউফ এবং ৩৯ উইকট নেওয়া জস লিটলও দলে রয়েছেন।
আরও পড়ুন: ABP Exclusive: বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে আজই মুম্বই যাচ্ছেন সৌরভ