সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের 'টিম ইন্ডিয়া' (Team India) হয়ে ওঠা। গোটা দলকে তিনি শুধু এক সূত্রে বাঁধেননি, বিদেশের মাটিতেও যে সিরিজ জয় সম্ভব, এবং সেটা নিয়মিতভাবে, সেই বিশ্বাসের জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।


এবার পর্দায় নিজের জীবনী ফুটিয়ে তোলার ব্যাপারে আরও একটা বড় পদক্ষেপ করতে চলেছেন কিংবদন্তি অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মতো সৌরভেরও যে বায়োপিক (Biopic) হচ্ছে, সমর্থকেরা তা জানেন। সেই বায়োপিক তৈরির পথে যেটা সবচেয়ে বড় কাজ ছিল নির্মাতাদের, সেই চিত্রনাট্য প্রায় প্রস্তুত। যাঁর জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, এখন শুধু তাঁকে শোনানো বাকি।


আর স্ক্রিপ্ট শুনে তা চূড়ান্ত করতে ২৩ জানুয়ারি, সোমবার রাতে মুম্বই (Mumbai) উড়ে যাচ্ছেন সৌরভ। ২৪ জানুয়ারি, মঙ্গলবার পুরো দিনটাই তিনি বরাদ্দ রাখছেন চিত্রনাট্য শোনার জন্য। বুধবার রাতে তিনি কলকাতায় ফিরবেন। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে প্রত্যেক বছর জাঁকজমকের সঙ্গে সরস্বতীর আরাধনা হয়। বৃহস্পতিবার সরস্বতী পুজো। তার আগেই চিত্রনাট্যের কাজ সেরে কলকাতায় ফিরে আসবেন মহারাজ।


ছবির ব্যাপারে বেশ খুঁতখুতে সৌরভ। তিনি চান, চিত্রনাট্য একেবারে নিখুঁত হোক। সেই কারণে ছবির নির্মাতারা চিত্রনাট্যের খসড়া তৈরি করেই তা সৌরভকে শুনিয়ে নিতে চান। সৌরভ মুম্বইয়ে ছবির নির্মাতা ও চিত্রনাট্য লিখিয়ের সঙ্গে বসবেন। বায়োপিকের গোটা কাহিনি কোন পথে এগবে, তা পড়ে শোনানো হবে সৌরভকে। তিনি নিজের মতামত দেবেন। কোথাও কোনও পরিবর্তন হবে কি না, সেই ব্যাপারে মতামত দেবেন। সৌরভের পরামর্শ মেনে চিত্রনাট্য চূড়ান্ত করা হবে। তারপর শুরু হবে বাকি কাজ।


যে কোনও সিনেমা তৈরির আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব মনে করা হয় চিত্রনাট্য লেখাকে। গল্পের বাঁধুনি মজবুত হলে সিনেমার ব্যবসায়িক সাফল্যের সুযোগও যে বেড়ে যায়, বলে থাকেন সিনে বিশেষজ্ঞরা। সৌরভের সায় পেলেই তাই দ্রুত চিত্রনাট্য গুছিয়ে নিতে চান ছবির নির্মাতারা। দ্রুত শুরু করে দিতে চান শ্যুটিং।


 




সৌরভ ঘনিষ্ঠ শিবির থেকে জানানো হয়েছে, ছবি তৈরি নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চান না তিনি। বরং চান, যাতে নিখুঁত কাজ হয়। তাই সবার আগে চিত্রনাট্য গুছিয়ে ফেলায় জোর দিচ্ছেন সৌরভও।


আরও পড়ুন: আজই সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল-আথিয়া, থাকতে পারেন ধোনি-কোহলি-সলমন