জয়পুর: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন কেন উইলিয়ামসন। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি (t20) সিরিজ। সেই সিরিজেই দেখতে পাওয়া যাবে না কেনকে। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামীকাল থেকে জয়পুরে শুরু হতে চলেছে। তার আগে এরমধ্যেই ভারতেও এসে পৌঁছে গিয়েছে গোটা কিউয়ি শিবির। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের (black caps) শিবিরের তরফে জানানো হয়েছে যে উইলিয়ামসন (williamson) সরে দাঁড়াতে চলেছেন সীমিত ওভারের এই ফর্ম্যাটের সিরিজ থেকে। তার কারণ হিসেবে উঠে এসেছে টেস্ট সিরিজের প্রস্তুতি। 

প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছে কেন উইলিয়ামসন বাহিনী। ভারতকে ফাইনালে হারিয়ে ট্রফি জিতেছে তারা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে। সেখান থেকে ভারতে ফিরে এসেছে নিউজিল্যান্ড শিবির। এর মধ্যে সবেচেয়ে উল্লেখযোগ্য ক্লান্তি ইস্যু। ইতিমধ্যেই ফের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গিয়েছে। তাই টেস্ট ক্রিকেটেই মন দিচ্ছেন কেন। ২ ম্যাচের টেস্ট সিরিজে নিজেকে ফিট রাখতে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াতে চলেছেন তিনি। 

নিউজিল্য়ান্ড ক্রিকেট দলের পৌঁছনোর খবর নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'জয়পুরে এসে পৌঁছনোর পর নিউজিল্যান্ড দলের কোভিড টেস্ট হয়েছে। এছাড়াও প্রস্তুতিতে নামার আগে ফের একবার টেস্ট করা হবে।' নিউজিল্যান্ড ক্রিকেট দলের হেডকোচ গ্যারি স্টিড বলেন, 'আমার মনে হচ্ছে এই প্রথমবার কোনও সিরিজের ২ দিনের মাথায় আরও একটা সিরিজ খেলতে নামতে হচ্ছে। তাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। কিন্তু এখন আমাদের হাতে আর কোনও বিকল্পও নেই। এটাই মেনে নিতে হবে। তবে ভীষণ কঠিন হতে চলেছে।'

আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। জয়পুরে প্রথম ম্যাচ। তার আগের দলের সহ অধিনায়ক কে এল রাহুল (k l rahul) সাংবাদিক বৈঠকে এসে দলের গেমপ্ল্যান থেকে শুরু করে নতুন কোচকে নিয়ে মুখ খুললেন। রাহুল বলেন, ''আমি ভাগ্যবান যে অনেকদিন ধরে ওঁকে চিনি। তরুণ ক্রিকেটার হিসেবে ওঁর ভাবনাচিন্তা অনুসরণ করার চেষ্টা করতাম। তারপর থেকে খেলাটা ভাল করে বুঝতে শিখি। ওঁর সঙ্গে কথা বলেই ব্যাটিংয়ের শিল্প আয়ত্ত করি। আমরা যারা কর্ণাটকের, তাদের প্রচণ্ড সাহায্য করেছেন উনি।”

আরও পড়ুন: আইপিএলে কোন দলে ওয়ার্নার? মেগা নিলামের আগে ঠিকানা বাতলে দিলেন সহবাগ