জয়পুর: বুধবার ব্য়াট হাতে তাঁর ধ্বংসলীলা দেখে বলাবলি শুরু হয়ে গিয়েছে, এ বি ডিভিলিয়ার্সের পর তিনিই কি ক্রিকেট বিশ্বের নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি? কারণ, জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে তিনি শটের ফুলঝুরি ছুটিয়েছেন। রিভার্স স্যুইপ, স্কুপ, হেলিকপ্টার শট, কভার ড্রাইভ, পুল - কিছুই বাদ দেননি।
সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অবশ্য ট্রেন্ট বোল্টের কাছে কৃতজ্ঞ। কেন? কারণ, স্ত্রীর জন্মদিনে তাঁকে সেরা উপহারটা দিয়েছেন প্রতিপক্ষ শিবিরের বোল্টই!
বুধবার তখন তিনি সবে হাফসেঞ্চুরি করেছেন। টিম সাউদির বলে হেলিকপ্টার শট মারতে গিয়ে ফাইন লেগে ক্য়াচ তুলেছিলেন সূর্য। সেই ক্যাচ ফেলে দেন বোল্ট। চার হয়ে যায়। কেউ কেউ মনে করছেন, হাড্ডাহাড্ডি ম্যাচে ওই একটা বাউন্ডারি ফারাক গড়ে দিয়েছিল ।
ম্যাচের পর যা নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে সূর্যকমার বলেন, 'আমার স্ত্রীর জন্মদিন ছিল। বোল্টের তরফ থেকে ওটা ছিল দারুণ একটা উপহার।' যেন বোল্টের পরাজয়ের ক্ষতকে আরও দগদগে করে দেওয়ার চেষ্টা ধরা পড়েছে এই মন্তব্যে ।
আরও পড়ুন: "ম্যাচটা ছেলেদের কাছে শিক্ষনীয় অভিজ্ঞতা ছিল", সূর্যকুমারের উচ্ছ্বসিত প্রশংসা রোহিতের
জয়ের পরে রোহিত বলেন, "শেষের দিকে আমরা বুঝতে পারি ম্যাচটা সহজ নয়। আমাদের ছেলেদের কাছে এটা একটা শিক্ষনীয় অভিজ্ঞতা ছিল। কারণ, ছেলেরা ভারতের হয়ে এর আগে এই পরিস্থিতিতে ব্যাট করেনি। কী করতে হবে তা বোঝার জন্য ওদের কাছে এটা দারুণ শিক্ষার ছিল। সবসময় জোরে বল মারাটা বিষয় নয়। ফিল্ডারের ডান বা বাঁদিকে বল ফেলে সিঙ্গল নিতে হবে বা বাউন্ডারি মারার চেষ্টা করতে হবে।" এর পাশাপাশি সূর্যকুমার যাদবের উচ্ছ্বসিত প্রশংসা করেন ক্যাপ্টেন। তাঁর সংযোজন, "অসাধারণ ব্যাট করেছে সূর্য। ও এরকমই খেলে। স্পিনের বিরুদ্ধেও দারুণ খেলেছে। আবার ফাস্ট বোলারদের পেসও দারুণ ব্যবহার করেছে।"