কলকাতা: আগের ম্যাচেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক অর্ধশতরান করার তালিকায় বিরাট কোহলিকে ছুয়ে ফেলেছিলেন। এবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেও কোহলিকে টপকে যাওয়ার হাতছানি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের জার্সিতে সর্বাধিক রানের মালিক এই মুহূর্তে বিরাট। ইডেনে আর ৮৭ রান করলেই তাঁকে টপকে যাবেন রােহিত। 


গত ২ ম্যাচে মোট ১০৩ রান করেছেন রোহিত। ১১৮ ম্যাচের কেরিয়ারে ৩১৪১ রান করেছেন তিনি। বিরাটের ঝুলিতে রয়েছে ৩২২৭ রান। আর ৮৭ রান করলেই তাঁকে টপকে যাবেন রোহিত। রাঁচি ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৫ তম অর্ধশতরান পূরণ করেন হিটম্যান। এতদিন পর্যন্ত বিরাট কোহলির ঝুলিতেই ছিল ২৫টি শতরান। প্রাক্তন অধিনায়ককে ছুয়ে ফেললেন বর্তমান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪টি শতরানও রয়েছেন রোহিতের। যদিও বিরাটের ঝুলিতে নেই কোনও সেঞ্চুরি। 


এছাড়াও টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে এক অনন্য নজির গড়লেন রোহিত শর্মা এবং কেএল‌ রাহুল। পরপর পাঁচটি ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের এই দুই ব্যাটার অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন। রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৫০ রানের গন্ডি পার করার সাথে সাথেই তাঁরা পৌঁছে যান এই নজিরে। 


হেমন্তের আমেজেও শহরে ক্রিকেট-উত্তাপ! দীর্ঘদিন পর সানডে ক্লাসিক! ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। ম্যাচের আগে আজ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourab Ganguly) বলেন, "দেশের মাটিতে ভারতকে হারানো কঠিন। কোচ হিসেবে সবে দ্রাবিড়ের কেরিয়ার শুরু। আশা করি সফল হবেন। রাহুল সফল হলেই ভারতীয় ক্রিকেট সফল।''


সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলেই ছিটকে যায় ভারতীয় দল। তবে টি-২০ সিরিজে সেই নিউজিল্যান্ডকেই অনায়াসে হারিয়ে দিল ভারত। সৌরভ অবশ্য এ প্রসঙ্গে বললেন, ‘দুটো আলাদা পরিস্থিতি। তুলনা চলে না।’


এদিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কু-তে অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন 'মাই রক।' নিজের ভালবাসার মানুষকে নিয়েই এমন পোস্ট করেছেন কোহলি। 




 


আরও পড়ুন: ইডেনে আন্তর্জাতিক ম্যাচ ২ বছর পর, কখন, কোথায় দেখবেন ইন্দাে-কিউয়ি মহারণ