রায়পুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন তিনি। কিউয়িদের হেলায় হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসে ভাসছেন রোহিত শর্মা (Rohit Sharma)।


ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেছেন, 'শেষ পাঁচ ম্যাচে বোলাররা দারুণ পারফর্ম করছে। ওদের যা দায়িত্ব দেওয়া হচ্ছে, তাই করে দেখাচ্ছে। ভারতে এরকম বলের সিম মুভমেন্ট দেখা যায় না। সাধারণত ভারতের বাইরে বলের এরকম নড়াচড়া হয়। আমাদের বোলাররা দারুণ পরিশ্রম করেছে আর তার পুরস্কারও পাচ্ছে।'


নিজের ব্যাটিং করার ধরন বদলে ফেলতে চাইছেন বলেও জানিয়েছেন রোহিত। বলেছেন, 'আমি নিজের খেলাও একটু পাল্টাতে চাইছি। বোলারদের আক্রমণ করতে চাইছি শুরু থেকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। বড় রান না এলেও আমি চিন্তিত নই।'


রোহিত যোগ করেছেন, 'কাল প্র্য়াক্টিসের সময়ই দেখছিলাম, নৈশালোকে বল নড়াচড়া করছে। আমরা জানতাম ওরা আড়াইশো রান তুলে ফেললে আমরা সমস্যায় পড়ব। সেই জন্যই আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। আগের ম্যাচে প্রথমে ব্যাট করেছিলাম আর আমরা চেয়েছিলাম সব রকম পরিস্থিতিতে নিজেদের পরীক্ষা করে দেখতে। ইনদওরে শেষ ম্যাচে কী করব এখনও জানি না। দলের সকলে আত্মবিশ্বাসে টগবগ করছে আর সেটা ভীষণ ইতিবাচক দিক।'                                                    


 






রোহিত আরও বলেছেন, 'শামি ও সিরাজ লম্বা স্পেলে বল করতে চাইছিল। কিন্তু আমি ওদের মনে করিয়ে দিই যে, সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তাই ওদের যত্ন নিতে হবে।'


শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দাপট অব্যাহত। ঘরের মাঠে পরপর দুটি ওয়ান ডে সিরিজ রীতিমতো শাসন করে জিতে নিল টিম ইন্ডিয়া (Team India)। রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে-তে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) একপেশেভাবে হারাল ভারত। ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল। এক ম্যাচ বাকি থাকতেই। আপাতত ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।


আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক সিংহ