দুবাই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ কে এগিয়ে? বিরাট বনাম কেন যুদ্ধে আজ কে জিতবে? কার পাল্লা ভারী? এই প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে গত ১৮ বছর ধরে জয় অধরা ভারতীয় দলের। আর সেই খরাই এবার কাটাতে চাইছে টিম ইন্ডিয়া। আজ দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন বাহিনী। 


২০০৩ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়ার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেঞ্চুরিয়নে হওয়া সেই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এরপর থেকে আর জয় আসেনি কিউয়িদের বিরুদ্ধে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ২ দলের সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। কোনওবার হারাতে পারেনি ভারত এই মঞ্চে কিউয়িদের। এছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও নিউজিল্য়ান্ড এগিয়ে। কারণ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। ৫০ ওভারের বিশ্বকাপ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ৭ বার জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ৩ বার মাত্র জয় পেয়েছে ভারত।  টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ১৬ বার ২ দল মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮ বার নিউজিল্যান্ড জিতেছে। ৬ ম্যাচ টিম ইন্ডিয়া জয় পেয়েছে। ২ টো ম্যাচ টাই হয়েছে। 


গত রবিবারের ঘটনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাস্ত হয়েছিল ভারত। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে প্রথম পরাজয়। আর তারপরেই আক্রমণ করা হয়েছিল মহম্মদ শামিকে (Mohammed Shami)। মুসলিম হওয়াতেই পাকিস্তানের বিরুদ্ধে খারাপ খেলেছেন শামি, ধেয়ে এসেছিল এরকম মন্তব্যও। মাঠ ছেড়ে বেরনোর সময় গ্যালারি থেকেও শামিকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। যা নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'


আরও পড়ুন: হ্যাটট্রিক করেও পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হল হাসারাঙ্গাকে