দুবাই: দীর্ঘ ৪ বছর পর টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে ফিরেছিলেন। বিশ্বকাপের মঞ্চ। তাঁর অভিজ্ঞতা কাজ করবে, এমনটাই মনে করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জঘন্য হারের সম্মুখিন হয়েছে ভারতীয় দল। কিন্তু ২ ম্যাচের একটিতেও প্রথম একাদশে খেলানো হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। বরুণ চক্রবর্তীকে বাজি ধরা হলেও তিনি সফল হতে পারেননি। কিন্তু অশ্বিন কেন একাদশের বাইরে? এই প্রশ্নের উত্তর দিলেন যশপ্রীত বুমরা। 


রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র বুমরাকেই কিছুটা সমীহ করে খেলেছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ম্যাচের পর ভারতীয় দলের তারকা পেসারকে প্রশ্ন করা হয়েছিল অশ্বিন থাকলে কী দলের সুবিধে হত? ফলাফল অন্যরকম হতে পারত? বুমরা বলেন, 'আপেক্ষিকভাবে দেখলে অনেক কিছুই মাথায় আসবে। আমরা যদি বোর্ডে কিছু রান আরও তুলতে পারতাম। আমরা যদি কিছু উইকেট তুলে নিতে পারতাম। এটা অবশ্যই যে অশ্বিন দলের অন্যতম অভিজ্ঞ বোলার। ওঁ ফিরলে দলের বোলিং বিভাগের ভারসাম্য বাড়বে।' বুমরা আরও বলেন, 'অ্যাটাকিং শট খেলতে গিয়ে আউট হয়েছে আমাদের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসের সময় শিশির একটা ফ্যাক্টর তা আমরা জানতাম। তাই একটু বেশি রান তোলার চেষ্টা করছিলেন আমাদের ব্যাটাররা। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।' উল্লেখ্য, মাত্র ১৪.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। 


এদিকে ম্যাচ হারের পর বিরাট কোহলি স্বীকার করে নিলেন যে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেনি ভারতীয় দল। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, 'অদ্ভুত লাগছে। আমার মনে হয় না আমরা ভয়ডরহীন ব্যাটিং বা বোলিং করতে পেরেছি। আমাদের হাতে লড়াই করার মতো বড় রানের রসদ ছিল না। তবে আমরা নির্ভীকভাবে মাঠে নামতেই পারিনি। এছাড়াও যখনই আমরা বড় শট খেলার জন্য ঝুঁকি নিয়েছি, তখনই ব্যর্থ হয়েছি।' 


আরও পড়ুন: আফগানের অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না রশিদ, শুভেচ্ছা আইসিসির