আবু ধাবি: নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচেই কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন প্রাক্তন আফগান অধিনায়ক আজ়গর আফগান। কিন্তু তাঁর অবসরের সিদ্ধান্ত যেন মানতেই পারছেন না দলের বোলিং বিভাগের প্রধান অস্ত্র রশিদ খান। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে জয়ের পর রশিদ ২ টো ছবি পোস্ট করেছেন ট্যুইটারে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'এটা মেনে নেওয়া সত্যিই ভীষণ কঠিন যে কিংবদন্তি আসগর ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। ওঁ আমার এবং দলের বাকি তরুণ ক্রিকেটারদের কাছে মেন্টরের মতো ছিলেন। ওঁকে নিয়ে যা বলব, তা কম বলা হবে। দেশের জন্য ওঁ যা করেছে, তার জন্য় কোনও প্রশংসাই যথেষ্ট নয়। নিঃসন্দেহে ওঁর অভাব অনুভব করব আমরা।' 


 






বিশ্বকাপের সুপার টুয়েলভে নমিবিয়াকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল আফগানিস্তান। সেই সঙ্গে তারা গ্রুপ-টু'এর দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলল। রবিবার আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে । জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি।  এদিকে আইসিসিও আজ়গর আফগানের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। 


আরও পড়ুন: দেশের জার্সিতে ক্রমাগত ব্যর্থ, ট্যুইটার সমালোচিত কে এল রাহুল