দুবাই: আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। পঞ্জাবের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্যাটে রান করে। প্রায় প্রতি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছিল রাহুলের। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই ছন্দ একেবারেই নেই। পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি ৰাহুল। ২ টো ম্যাচ মিলে মাত্র ২১ রান করতে পেরেছেন এই কর্নাকটী ব্যাটার। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হচ্ছে রাহুলকে। 


পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩ রান করেই ফিরে গিয়েছিলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর সংগ্রহ ১৮ রান। এরপরই ট্যুইটারে রাহুলকে নিয়ে ট্যুইটারে সমালোচনা শুরু হয়ে যায়। মূলত আইপিএলেই দাপট, কিন্তু দেশের জার্সিতে কোনও পারফরম্যান্স নেই, এমনই অভিযোগ সমর্থকদের। ট্যুইটারে রাহুলের পারফরম্যান্স নিয়ে বিভিন্নরকম মিম, ট্রোলও হয়। 


 






 






কিউয়ি বোলারদের সামনে শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং। রবিবার ওপেনিং পার্টনারশিপে বদল করেছিলেন কোহলি।সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আচমকাই পিঠের ব্যথায় কাবু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মরণ-বাঁচন ম্যাচে খেলতে পারলেন না মুম্বইয়ের তারকা। দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, পিঠের ব্যথায় (back spasm) এতটাই কাবু সূর্যকুমার যে, টিমহোটেল ছেড়ে বেরতেই পারেননি। ফলে ভারতীয় ড্রেসিংরুমেও গরহাজির তিনি। মাঠেই আসতে পারেননি। তাঁর পরিবর্তে খেলেন ঈশান কিষাণ। কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেনও করেন। তবে রান পাননি দুই ওপেনারই। ঈশান ৪ ও রাহুল ১৮ রান করে ফেরেন।