সোমনাথ মিত্র, সিঙ্গুর: মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) থাকা সত্ত্বেও বাড়ছে করোনা সংক্রমণ (Corona Case)। তাই নিয়মবিধি পালনে কড়াকড়ি হুগলির (Hooghly ) সিঙ্গুরে (Singur )। আনন্দনগর পঞ্চায়েত এলাকায় গতকাল থেকে তিনদিন বন্ধ থাকছে দোকান, বাজার। পাশাপাশি এলাকায় আরও জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে (Vaccinaton)।


দুর্গাপুজো মিটেছে। সামনেই কালীপুজো।কিন্তু উৎসবের মরশুমে হুগলিতে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন বলছে, হুগলিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মৃতের সংখ্যা ৯৯০। বর্তমানে এই জেলায় ৬৭৬ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। এর মধ্যে সিঙ্গুর ব্লকের কিছু এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন থাকলেও, পরিস্থিতি বেগতিক। প্রতিদিনই বাড়ছে সংক্রমিতর সংখ্যা। এই অবস্থায় সংক্রমণে বেড়ি পরাতে আরও কড়াকড়ি শুরু করল ব্লক প্রশাসন। আনন্দনগর পঞ্চায়েত এলাকায় বন্ধ করে দেওয়া হল সমস্ত দোকান-বাজার। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ, তিনদিন ঝাঁপ খুলবে না বাজারের।


বৃহস্পতিবার কালী পুজো। তার আগে তিন দিন বাজার বন্ধ। এই সময়ে ব্যবসার ক্ষতি হলেও, বৃহত্তর স্বার্থের কথা ভেবে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, শুধু দোকান-বাজার বন্ধ রাখাই নয়, এলাকায় ক্যাম্প করে ভ্যাকসিনেশনে আরও জোর দিচ্ছে প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে খবর, করোনা আক্রান্তদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।যাতে অন্য কারও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিত্সার ব্যবস্থা করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।


রবিবার রাজ্যের স্বাস্থ্য় দফতরের বুলেটিন (WB Health Bulletin) অনুযায়ী রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমিত (Covid Update) হলেন  মোট ১৫,৯২,৯০৮ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। ৩১ অক্টোবরে (October) রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর (Active Corona Case) সংখ্যা ৮,২৯৬ জন। 


আরও পড়ুন: রায়গঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি ঘর