মুম্বই: দলের এক ক্রিকেটারের বিশ্বরেকর্ড স্পর্শ করার দিনই লজ্জার এক নজির গড়ল নিউজিল্যান্ড (Ind vs NZ)। ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে গেলেন কেন উইলিয়ামসনরা (Kane Williamson)। ভেঙে গেল ১৯ বছরের পুরনো এক রেকর্ড। ২০০২ সালে দেশের মাটিতে, হ্যামিল্টনে ৯৪ রানে অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটাই ছিল ভারতের বিরুদ্ধে টেস্টে কিউয়িদের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। শনিবার যে রেকর্ড ভেঙে গেল।


ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন পেসার মহম্মদ সিরাজ ও অফস্পিনার আর অশ্বিন। সিরাজ নিলেন তিন উইকেট। যার মধ্যে দুরন্ত অফকাটারে রস টেলরের স্টাম্প ভেঙে দিলেন। যে ডেলিভারিকে অনেকে ম্যাচের সেরা বলছেন। বল মিডল স্টাম্পে পড়ে চকিতে ব্যাটারকে হার মানায়। চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই স্বমহিমায় হায়দরাবাদের পেসার।


অন্যদিকে অশ্বিনও ছিলেন দুরন্ত ফর্মে। ৮ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট নিলেন। অক্ষর পটেল দুটি ও পাঁচ বছর পরে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো জয়ন্ত যাদব এক উইকেট নেন। একমাত্র টম ল্যাথাম (১০) ও কাইল জেমিসন (১৭) ছাড়া কিউয়ি ব্যাটারদের আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।


ভারতীয় দল প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায়। ময়ঙ্ক আগরওয়াল করেন ১৫০ রান। নিউজিল্যান্ডের হয়ে একাই ১০ উইকেট নিয়েছেন আজাজ পটেল। তাঁর ১০ উইকেটের পাল্টা জবাব ভারতের বোলারদের। মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে চা পানের বিরতিতে নিউজিল্যান্ড ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল। শেষ পর্যন্ত মাত্র ২৮.১ ওভারে গুটিয়ে যায় কিউয়ি ইনিংস।


১০ উইকেট ক্লাবে স্বাগত, আজাজ পটেলকে অভিনন্দন অনিল কুম্বলের


২৬৩ রানের বিশাল লিড নিলেও অবশ্য নিউজিল্যান্ডকে ফলো অন করায়নি ভারত। সম্ভবত চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নেননি বিরাট কোহলি। তাছাড়া সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে কোহলি-চেতেশ্বর পূজারারা নিশ্চয়ই ব্যাটিং প্র্যাক্টিসও সেরে নিতে চাইবেন। তাই ব্যাট করতে নেমেছে ভারতই। দ্বিতীয় দিনের শেষেই ভারতীয় শিবিরে বড় জয়ের স্বপ্ন।