মুম্বই: নিজে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে যে কীর্তি গড়েছিলেন, আজ দেশের মাটিতে ভারতের বিরুদ্ধেই নিউজিল্যান্ডের আজাজ পটেলকে সেই একই নজির গড়তে দেখলেন অনিল কুম্বলে। তিনি ট্য়ুইট করে আজাজকে অভিনন্দন জানিয়েছেন। ট্যুইটে কুম্বলে লিখেছেন, ‘১০ উইকেট ক্লাবে আজাজ পটেলকে স্বাগত জানাই। দারুণ বোলিং করেছো। টেস্ট ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিন এই কৃতিত্ব অর্জন করার জন্য বিশেষ প্রয়াস দরকার হয়।’
কুম্বলের আগে বিশ্বের প্রথম বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন ইংল্যান্ডের প্রয়াত প্রাক্তন অফ-স্পিনার জিম লেকার। তারপর আজ তৃতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন আজাজ।
জিম লেকার ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ উইকেট নেন। সেটাই টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথম ১০ উইকেট নেওয়ার ঘটনা। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে। তিনি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান। তারপর আজ ফের এই নজির গড়লেন আজাজ।
জিম লেকার যে টেস্ট ম্য়াচে বিশ্বের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেন, সেটি চলেছিল ১৯৫৬ সালের ২৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত। প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে ৯ উইকেট নেন জিম লেকার। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে তিনি ১০ উইকেট নেন। একটি টেস্টে একাই ১৯টি উইকেট নেওয়ার রেকর্ড এখনও অক্ষত।
১৯৮৮ সালের ২১ অক্টোবর মুম্বইয়ে জন্ম হয় আজাজের। নিজের জন্ম যে শহরে, সেখানকার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইতিহাসে নিজের নাম খোদাই করে নিলেন এই স্পিনার। এই বিরল ঘটনা ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতীয় দলের ব্যাটসম্যানরা বরাবরই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে প্রচণ্ড শক্তিশালী। সেখানে ভারতের বিরুদ্ধেই টেস্টের এক ইনিংসে ১০ উইকেট একজন স্পিনারের পক্ষে অসামান্য কৃতিত্বের।