মুম্বই: প্রথম ইনিংসে বিতর্কিতভাবে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় ২ ঘণ্টা ক্রিজে কাটিয়েছেন। ৮৪ বলে ৩৬ রান করে রচিন রবীন্দ্রর বলে আউট হয়ে ফেরেন।
বিরাটের যে ইনিংস দেখে ইতিবাচক ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর বিশ্বাস, কোহলি এই ইনিংস নিয়ে সন্তুষ্ট নাও হতে পারেন। তবে বাঙ্গার মনে করেন, বিরাট দ্রুত বড় রান করবেন।
ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট ৮৪ বলে ৩৬ রান করেন। বড় স্কোরের দিকে এগোচ্ছিলেন। কিন্তু রচিন রবীন্দ্রের বলে বোল্ড হয়ে যান তিনি। এই ইনিংসে বিরাট একটি চার ও একটি ছক্কা মারেন। সঞ্জয় বাঙ্গার বলেন, ‘বিরাট এই ইনিংসে সন্তুষ্ট হবে না। তবে অবশ্যই খুশি হবে। ও যেভাবে ব্যাটিং করেছে, ভারসাম্য ভালো ছিল। এখনও পর্যন্ত আমরা দেখেছি যে, ওর প্রথম ভুলটি শেষ ভুল হত। আমি মনে করি সেই দিন বেশি দূরে নেই যেদিন বিরাট আবার একটি বড় সেঞ্চুরি করবে।’
কানপুরে অল্পের জন্য রক্ষা পেয়েছিল টেস্টে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মুম্বইয়ে প্রবল চাপে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে (Ind vs NZ) দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিনের খেলার শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে ভারতের দরকার আর ৫ উইকেট। হাতে সময় রয়েছে পুরো দুদিন। অলৌকিক কিছু না হলে এখান থেকে ভারতের ম্যাচ ও সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন আর অশ্বিন (R Ashwin)। ৫ উইকেটের মধ্যে তিনটিই তাঁর নেওয়া। একটি উইকেট অক্ষর পটেলের। টম ব্লান্ডেল রান আউট হয়েছেন। ভারতের চেয়ে এখনও ৩৯৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ৭ উইকেটে ২৭৬ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারতীয় দল। ভারতের লিড ৫৩৯ রানের। আজ আরও ৪৭ ওভার খেলা হওয়ার কথা। ফলে ওয়াংখেড়েতে এই টেস্ট ম্যাচ আড়াই দিন গড়াতে না গড়াতেই জয়ের গন্ধ পেয়ে গেল ভারতীয় দল।