দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচকে কার্যত ভারতের জন্য কোয়ার্টার ফাইনাল আখ্যা দিলেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেন, 'আমি বলব ভারতীয় দলের জন্য এই ম্যাচ কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে যদি যেতে হয় তবে এই ম্যাচ জিততেই হবে ভারতকে। হয়ত বিষয়টা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আদতে তা না। কারণ এই গ্রুপে আফগানিস্তানও রয়েছে। তাই লড়াইটা হবেই। এর থেকে ভাল একটা ম্যাচ জিতে নিলেন সেমিতে ওঠার পথে কিছুটা এগিয়ে যাবে বিরাটরা।'


এক্ষেত্রে ভারত ও নিউজিল্য়ান্ড ২ দলের ক্ষেত্রেই একই সমীকরণ। রবিবারের ম্যাচে জিতে বাকি ২ দল নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে সেমিতে চলে যাওয়া। শেষ ২ টো দল অপেক্ষাকৃত দুর্বল। তাই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচই পাখির চোখ বিরাটদের। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা ভাল নয় ভারতের। বিশ্বকাপে ২ বছর আগে হারতে হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ব্ল্যাক ক্যাপসদের হারাতে পারেনি ভারত।


এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, দল কি বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল? এবিপি লাইভের প্রশ্নে দুবাই থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) বলেন, 'যশপ্রীত সব ধরনের ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। আর ওর ওপর শুধু সমর্থকদের নয়, ওর নিজেরও প্রত্যাশা রয়েছে। বিষয়টা নিয়ে ও বেশ গর্ব অনুভব করে। ও নিজেকে নিয়ে কী ভাবল সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাইরের কে কী ভাবল তা নিয়ে সত্যি কথা বলতে কী আমাদের মাথাব্যথা নেই।'



পাশাপাশি কোহলি মনে করিয়ে দিয়েছেন যে, বুমরা ছাড়াও তাঁর হাতে উইকেট নেওয়ার মতো বোলার রয়েছে। কোহলি বলেছেন, 'আমাদের সব বোলারই ভাল এবং উইকেট তোলার দক্ষতা রয়েছে। তবে আগের ম্যাচে যশপ্রীত ও বাকি কেউই উইকেট পায়নি। দল হিসাবে আমরা নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দল আমাদের ম্যাচে দাঁড়াতেই দেয়নি, সে ব্যাটিং হোক বা বোলিং। তাই বলে সব ম্যাচে তা হবে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমরা সবাই ভাল মানের ক্রিকেটার আর জানি এখন আমাদের কী করতে হবে।- নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও দলকে দাপট দেখিয়ে হারাতে পারি। সেটা বারবার করেও দেখিয়েছি।'