মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়: করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। যার জন্য খুশি নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Continues below advertisement

লোকাল ট্রেন চালু হওয়ায় শনিবার পানাগড় স্টেশনে ট্রেনের যাত্রীদের মিষ্টি মুখ করান তৃণমূল কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল সহ তৃণমূল কর্মী সমর্থকরা।

পাশাপাশি শনিবার সকাল থেকেই লোকাল ট্রেন ধরতে পানাগড় স্টেশনে ভিড় জমান নিত্যযাত্রীরা। সকাল থেকে বহু যাত্রীকে ট্রেনের টিকিট কেটে পানাগড় স্টেশনে প্রবেশ করতে দেখা যায়। 

Continues below advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যে লোকাল ট্রেন চালু করার উদ্যোগ নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: সোনারপুর থেকে বারাসাত, রবিবার হওয়া সত্ত্বেও প্রথম দিনই বাদুড়ঝোলা ভিড়

তাঁরা জানিয়েছেন, লোকাল ট্রেন চালু হওয়ায় যে সকল সাধারণ মানুষকে বেশি টাকা দিয়ে দূরপাল্লার স্পেশাল ট্রেনে করে যেতে হতো তাঁদের কর্মস্থলে, সেই জায়গায় এবার কম খরচে তাঁরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। 

করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে রাজ্যে চালু লোকাল ট্রেন পরিষেবা। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। 

যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারির ব্যবস্থাও। 

সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।

বর্ধমান স্টেশনে বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেনে ধরা পড়ল বেনিয়মের ছবি। ট্রেনে দুটি আসনের মাঝে নেই কোনও ক্রস চিহ্ন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা।