সাউদাম্পটন: বৃষ্টির জন্য দুদিন খেলাই হয়নি। ষষ্ঠ দিন বাদ দিলে বাকি তিনদিনই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। ঠিকমতো ধরলে দিন তিনেক খেলা চালানো সম্ভব হয়েছে। আর তার মধ্যেই নিউজ়িল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে বসেছে ভারত। পরাজয়ের পর এবার টেস্ট দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি।


নিউজ়িল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের পর ইংল্যান্ডের মাটিতে জো রুটদের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবেন কোহলিরা। ম্যাচের পর কোহলি বলেছেন, 'আমরা আত্মসমীক্ষা করব। সকলের সঙ্গে কথা বলব এবং দেখব দলকে শক্তিশালী করার জন্য কী করা যায়। কোনও গতানুগতিক ধাঁচে পড়তে চাই না। এক বছর অপেক্ষা করতে চাই না। এখন থেকেই পরিকল্পনা তৈরি রাখতে চাই। সাদা বলের ক্রিকেটে (সীমিত ওভারের ক্রিকেট) আমাদের দল দেখলে বুঝতে পারবেন সকলে কতটা আত্মবিশ্বাসী এবং দলে কতটা গভীরতা রয়েছে। টেস্টেও একই জিনিস দরকার। পুণর্মূল্যায়ন করে এবং নতুন করে পরিকল্পনা সাজিয়ে দেখব দলকে ভয়ডরহীন করে তোলার জন্য কী কী করা প্রয়োজন।'


এরপরই কোহলি খুব তাৎপর্যপূর্ণভাবে যোগ করেন, 'পারফর্ম করার সঠিক মানসিকতা সম্পন্ন সঠিক লোকজনকে সুযোগ দেওয়া হবে।' কোহলির এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি টেস্ট দলে কোনও পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি?


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। ম্যাচের ষষ্ঠ দিন জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩৯ রান। তারা ২ উইকেট হারিয়েই সেই রান তুলে নেয়। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫২ ও রস টেলর ৪৭ রানে অপরাজিত থাকেন। 


ষষ্ঠ দিন ১৭০ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ঋষভ পন্থ ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যানই সেভাবে লড়াই করতে পারেননি। তরুণ উইকেটকিপার ও বাঁ হাতি ব্যাটসম্যান পন্থ ৮৮ বলে চারটি বাউন্ডারির সাহায্যে করেন ৪১ রান। কিন্তু যে শট খেলে তিনি আউট হয়েছেন, তাতে ঋষভকে নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে।