দুবাই: আজ দুবাইয়ে এশিয়া কাপে (Asia Cup 2022) নিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে দুই দেশের সেরা দুই ফাস্ট বোলার শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে যাওয়া নিয়ে কম কথা হয়নি। তবে বুমরার অভাব বুঝতেই দিলেন না অভিজ্ঞ ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার। বরং বল হাতে ইতিহাসই গড়ে ফেললেন তিনি।


বোলিং বিভাগের নেতা


বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভুবনেশ্বরেরই। একেবারে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করলেন ভুবি। বল হাতে নিজের প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের প্যাডে বল মারেন ভুবি। আম্পায়ার আউট দিলেও, রিভিউয়ের দৌলতে বেঁচে যান রিজওয়ান। তবে ভুবির দ্বিতীয় ওভারে বাঁচেননি বাবর আজম। ডান কাঁধের দিকে একবারে সঠিক বাউন্সারে পুল মারতে গিয়েই ১০ রানে ফিরতে হল বাবারকে। এই বাবর-রিজওয়ান জুটিই গতবার ভারতকে পর্যুদস্ত করেছিল। তাই তাঁদের ওপেনিং পার্টনারশিপ ভাঙা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আলাদা করে বলে দিতে হয় না।


ভুবনেশ্বর নতুন বলে দারুণ বল করার পর, ইনিংসের শেষের দিকেও ভাল বল করেন। দ্বিতীয় স্পেলে শুরুতেই বড় শট মারতে পটু আসিফ আলিকে প্রথমে ফেরান ভুবি। ১৯তম ওভারে পরপর দুই বলে শাদাব খান ও নাসিম শাহও ভুবির শিকার হন। নিজের চার ওভারে ২৬ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে স্পেল শেষ করেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং পরিসংখ্যান। ভারতের বোলিং ইনিংসে বিশেষ করে নজর কাড়ে দলের শর্ট বল করার পরিকল্পনা। বাবররা তো সকলেই শর্ট বলেই আউট হন।


খুশি নন ভুবি


শর্ট বলের পরিকল্পনা সফল হলেও, ভুবনেশ্বর কিন্তু চার উইকেট নিয়েও খুশি নন। ইনিংসে মাঝপথে সাক্ষাৎকারে ভুবনেশ্বর জানান, 'আমরা ভেবেছিলাম শুরুর দিকে বল সুইং করবে। তবে সুইংয়ের নামগন্ধ ছিল না পিচে। কিন্তু হ্যাঁ, পিচে বাউন্স ছিল। সুইং না থাকায় আমাদের তিন উইকেটের লাইনেই বল করতে হতো। তাই আমরা শর্ট বল করার পরিকল্পনা নিই। পিচ বল পরে স্কিট করছিল। সত্যি বলতে ১৪৭ রান একটু বেশিই হয়ে গিয়েছে। আমরা শেষের দিকে একটু বেশি রান দিয়ে ফেলেছি। পিচে সুইং নিয়ে কিন্তু বাউন্স রয়েছে। তাই আমাদের ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ে সেই বাউন্সটাকে সামাল দিতে হবে।'


শেষের দিকে শাহনওয়াজ দাহানি ছয় বলে ব্যাট চালিয়ে ১৬ রান করায় পাকিস্তান শেষ উইকেটে ১৯ রান যোগ করে। এর জেরেই খানিকটা হতাশ ভুবনেশ্বর। তবে জয়ের জন্য ভারতের লক্ষ্য কিন্তু খুব একটা মুশকিল নয়। প্রসঙ্গত, এই প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতীয় ফাস্ট বোলাররাই দশ উইকেট নিলেন। ভুবনেশ্বর কুমারের চার উইকেট বাদে হার্দিক পাণ্ড্য তিন, অর্শদীপ সিংহ দুই ও আবেশ খান এক উইকেট নেন।


আরও পড়ুন: শর্ট বল কাঁটায় বিদ্ধ পাকিস্তান, একে একে ফিরলেন বাবর, রিজওয়ানরা