দুবাই: আগেই আভাস পাওয়া গিয়েছিল। হংকংকে পাকিস্তান (Pakistan) হারিয়ে দেওয়ার পর তাতে সিলমোহর পড়ে যায়। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup) আরও একবার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মা (Rohit Sharma)-বাবর আজম (Babar Azam)। আজ সন্ধে ৭.৩০ থেকে ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক ২ দল কীভাবে নিজেদের তৈরি করছে।


ভারতীয় দল 


এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল রোহিত বাহিনী। এরপর দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ফলে সুপার ফোরে অনেক আগেই জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের মাথাব্যথা রবীন্দ্র জাডেজা ও আবেশ খানের চোট। বাঁহাতি তারকা অলরাউন্ডার জাডেজা চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। এমনকী তাঁকে হয়ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়া যাবে না। জাডেজার বদলি অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও আবেশ খানের এই ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁর জ্বর এসেছিল। সেক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে আবেশের বদলি হিসেবে অশ্বিনকে একাদশে দেখা যেতে পারে। উইকেটের পেছনে ঋষভ পন্থ না দীনেশ কার্তিক, তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।


পাকিস্তান


বাবর আজমের দল এশিয়া কাপের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত। এশিয়া কাপ শুরুর আগেই চোটের জেরে শাহিন আফ্রিদি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তারপর আরেক ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিমও চোটের জেরে খেলতে পারছেন না এশিয়া কাপে। এবার দাহানি যুক্ত হলেন সেই তালিকায়। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্ভবত হাসান আলিকে খেলাতে পারে। সুযোগ পেতে পারেন আরেক তরুণ ফাস্ট বোলার মহম্মদ হাসনাইনও।


হংকংয়ের বিরুদ্ধে চোট


শনিবারই (৩ সেপ্টেম্বর) পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দাহানি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না। সাইড স্ট্রেনের জেরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না দাহানি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই চোট পেয়েছেন। পাকিস্তান বোর্ডের রিপোর্ট অনুযায়ী দলের মেডিক্যাল দল পরবর্তী দুই, তিন দিন দাহানির চোট পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ীই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আদৌ খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।