পাল্লেকেলে: অনেকে বলছেন, রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে তাঁর কাঁধে তুলে দেওয়া উচিত সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন সেই হার্দিক পাণ্ড্য (Ind vs Pak)। পাক পেসারদের গোলাগুলির সামনে ভারতীয় ইনিংস যখন কোণঠাসা, তখন পাল্টা লড়াই করলেন হার্দিক। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল বঢোদরার অলরাউন্ডারের। তবে ৯০ বলে ৮৭ রান করে ভারতীয় শিবিরে লড়াইয়ের স্বপ্ন সাজালেন হার্দিক (Hardik Pandya)। ওয়ান ডে কেরিয়ারে নিজের ১১তম সেঞ্চুরি।
বাঁহাতি পেসাররা যেন ভারতীয় শিবিরের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত (Ind vs Pak) - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতীয় ইনিংসকে তছনছ করে দিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ আমির।
বিশ্বকাপে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিলেন বাঁহাতি পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।
এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন। বাঁহাতি পেসারের শিকার? ভারতের সেরা দুই ব্যাটার - রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বোল্ড। দুজনের মধ্যে রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে ভেঙে দিল স্টাম্প। আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন। ২২ বলে মাত্র ১১ রান করে ফিরলেন রোহিত। ৭ বলে ৪ রান করে ফিরলেন কোহলি।
পাকিস্তানের আর এক পেসার হ্যারিস রউফ ততক্ষণে তুলে নিয়েছেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিলকে। ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গেল ভারত। সেখান থেকেই পাল্টা লড়াই শুরু হার্দিকের। সঙ্গী ঈশান কিষাণ।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তুললেন দুজনে। এই ম্যাচেই ব্যাট হাতে ভারতের হয়ে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক রানের পার্টনারশিপের মালিক এখন ঈশান ও হার্দিক।
দু’জনে মিলে ১৪২ বলে ১৩৮ রান যোগ করেন। এটাই এশিয়া কাপের ইতিহাসে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ঈশানরা যুবরাজ সিংহ ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন। রাহুল ও যুবরাজ ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৩ রান যোগ করেছিলেন। সেই রেকর্ডের মালিক এখন ঈশান-হার্দিক। তবে শেষমেশ হ্যারিস রউফের বলে পুল করতে গিয়ে আউট হন ঈশান। ৮১ বলে ৮২ রান করে আউট হন তিনি।
আর সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থামতে হল হার্দিককে। তিনিও পাকিস্তানের সেরা পেসার শাহিনের শিকার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন