মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে হারের পর থেকে সোশাল মিডিয়ায় পাক সমর্থকদের বিভিন্নরকম মন্তব্য। নো বল নিয়েও নানা কথা শোনা গিয়েছে। এবার সোশাল মিডিয়ায় এক পাকিস্তানি সমর্থকের ট্রোলের মোক্ষম জবাব দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই।
কী বললেন সুন্দর পিচাই?
ভারত -পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি সুন্দর পিচাইও। হাজারো ব্যস্ততার মধ্যেও এই ম্যাচ দেখেছেন তিনি। ভারতের জয়ের পর সুন্দর পিচাই ট্যুইট করেন, ''সুন্দর পিচাই টুইটারে লেখেন, 'শুভ দীপাবলি! প্রত্যেকের বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাল সময় কাটুক সেই কামনা করি। আজ শেষ তিন ওভার আরও একবার দেখে সেলিব্রেট করলাম। কী দারুণ খেলা আর পারফরম্যান্স।''
এরপরই একজন পাকিস্তানি সমর্থক পিচাইয়ের উদ্দেশে লেখেন, ''প্রথম তিন ওভারও দেখবেন।'' আসলে অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুলের উইকেট হারিয়ে ভারতের ইনিংসের খারাপ শুরুর কথা মনে করিয়ে দেন ওই ট্রোলার। কিন্তু নিজের বুদ্ধিমত্তার সঙ্গে তারও জবাব দেন সুন্দর পিচাই। তিনি পাল্টা লেখেন, ''সেটাও করেছি, ভুবি এবং আর্শদীপের কী দারুণ কামাল।''আসলে সুন্দর ম্যাচের প্রথম তিন ওভারের কথা জানিয়েছেন। ভুবনেশ্বর, অর্শদীপরা যখন বল করছিলেন।
সিডনিতে ভারতের অনুশীলন
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।
ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে।
আরও পড়ুন: পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে এই তারকাকে বেছে নিলেন তিন পাক প্রাক্তনী