নয়াদিল্লি: কিছুদিন আগেই ভারতের সব ফর্ম্যাটের অধিনায়ক (Indian Captain) নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা(Rohit Sharma)। তবে রোহিতের বর্তমান বয়স ৩৫ বছর। তাই অনেকেই মনে করছেন আর খুব বেশিদিন হয়তো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না রোহিতকে। পরবর্তী ভারতীয় অধিনায়ক কে হতে পারেন, সেই নিয়ে এখন থেকেই জল্পনা, কল্পনাও শুরু হয়ে গিয়েছে। এবার তিন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক, পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে নিজেদের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়ে দিলেন।


মিসবা, ওয়াসিমদের মতামত


মিসবা উল হক, ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রম, তিনজনেই সম্ভাব্য পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) বেছে নেন। মিসবা বলেন, 'হার্দিক পাণ্ড্য সম্ভবত আইপিএলেই প্রথমবার অধিনায়কত্ব করেন। যেভাবে ও নিজের দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছে, তা প্রশংসার যোগ্য। এর থেকেই বোঝা যায় যে ও চাপ সমলাতে প্রস্তুত। ও এমনিও দলে ফিনিশারের ভূমিকায় খেলে। কেউ মানসিকভাবে মজবুত হলে তবেই সে ফিনিশারের ভূমিকায় খেলার সুযোগ পায়। ও এই ম্যাচেও (ভারত বনাম পাকিস্তান) সবসময় পরিস্থিতিকে বুঝে, কীভাবে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে চিন্তা করছিল।'


এর জবাবেই ওয়াকারও জানান, 'ও যদি পরবর্তী ভারতীয় অধিনায়ক নির্বাচিত হয়, তাহলে আমি কিন্তু বিন্দুমাত্র অবাক হব না।' আরেক প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম বলেন, 'প্রথমে ও আইপিএলে অধিনায়কত্ব করে এবং তা জেতেও। এখন ও ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ও অধিনায়ককে উপদেশ দেয়, মাথা ঠান্ডা করে খেলে এবং প্রতিনিয়তই আরও উন্নতি করছে। এমনভাবেই তো সবটা হওয়া উচিত। দুম করে ওকে দায়িত্ব দিয়ে দিলে ও চাপে পড়ে যাবে।' পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ম্যাচ সেরা হলেও, হার্দিক পাণ্ড্য বিরাট চাপের ম্যাচে ৪০ রানের পাশপাশি তিন উইকেটও নেন। এরপরেই এই তিন প্রাক্তনী পাণ্ড্যর হয়ে ব্যাট ধরেন।


মাঁকড় আউটের পক্ষে হার্দিক


মাঁকড় আউট নিয়ে হালে আলোচনার অন্ত নেই। ১ অক্টোবর থেকে এমসিসির নিয়ম অনুযায়ী মাঁকড় আউটকে আর পাঁচটা রান আউটের মতোই গণ্য করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও দীপ্তি শর্মার চার্লি ডিনকে মাঁকড় আউট করাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এভাবে আউট করাটাকে অনেকেই ক্রিকেটীয় মনোভাব বা 'স্পিরিট অফ ক্রিকেটের' পরিপন্থী বলে এখনও অনড়। এবার এই নিয়ে মুখ খুললেন তারকা ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য


হার্দিক 'স্পিরিট অফ ক্রিকেটের' ব্যাখাকে সম্পূর্ণ নস্য়াৎ করে স্পষ্টভাবেই মাঁকড় আউটের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে এ বিষয়ে (মাঁকড় আউট) আমার কোনও সমস্যা নেই। যদি আমি ক্রিজের বাইরে বেরিয়ে যাই এবং তার জন্য আমায় রান আউট হতে হয়, তাহলে দোষটা আমার। সে (বোলার) তো এখানে ক্রিকেটের নিয়মটাকেই অনুসরণ করে তার লাভ নিচ্ছে। এটা নিয়ে তো কোনও সমস্যা নেই। এই নিয়ে এত মাতামাতি করার কোনও মানে নেই। এটা নিয়ম বিরুদ্ধ তো নয়। ক্রিকেটীয় স্পিরিট চুলোয় যাক।'


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে তারকা বোলারের করোনা আক্রন্ত হওয়ার জল্পনা, অস্বস্তিতে অস্ট্রেলিয়া