ম্যাঞ্চেস্টার: পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সে কথা শোনেননি সরফরাজ আহমেদ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। ব্যাট করতে নেমে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারতীয় দল বড় রান করে। তখনই পাকিস্তানের জয়ের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। শেষপর্যন্ত সহজেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে যায় ভারত।















গতকালের ম্যাচের আগে পাঁচটি ট্যুইট করে ইমরান বলেন, ‘এখন ক্রিকেট খেলায় মানসিক শক্তির ভূমিকাই বেশি। এই ম্যাচে দু’দলই প্রচণ্ড মানসিক চাপে থাকবে। মানসিক শক্তিই ম্যাচের ফল নির্ধারণ করবে। সরফরাজ একজন সাহসী অধিনায়ক। ওকে এই ম্যাচে সবচেয়ে বেশি সাহসের পরিচয় দিতে হবে। হারের আশঙ্কা মন থেকে মুছে ফেলে বিপক্ষের ভুলের সুযোগ নিতে হবে। সরফরাজ ও পাকিস্তান দলের প্রতি আমার পরামর্শ হল, বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলারদের খেলাতে হবে, টসে জিতে প্রথমে ব্যাটিং করতে হবে।’ সরফরাজ অবশ্য তাঁর প্রতি ইমরানের আস্থার মর্যাদা দিতে পারেননি।