ম্যাঞ্চেস্টার: ব্যাটে ১৫ বলে ১৫ রান, বোলিংয়ে প্রথম বলেই উইকেট। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে এভাবেই শুরু করলেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর।





শিখর ধবন চোটের পর জোরাল হয়েছিল কেএল রাহুলের ওপেন করার সম্ভাবনা। নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়ত ওই ম্যাচেই কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে তাঁকে ওপেন করতে দেখা যেত। তবে সেটা হয়নি। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে সেই সুযোগটা এল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করলেন রাহুল। চার নম্বর থেকে তাঁকে ওপেনে তুলে এনে আপাতত সফলই হয়েছে ভারত। আর কেএল রাহুলের জায়গায় চার নম্বরে কোহলি-শাস্ত্রীরা বেছে নিয়েছিলেন অলরাউন্ডার বিজয়কেই। যদিও এদিন তিনি চারে ব্যাট করতে আসেননি। অস্ট্রেলিয়া ম্যাচের মতোই ওপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছে হার্দিক পাণ্ড্যকেই। ছয়ে ব্যাট করতে এসে ১৫ রানে অপরাজিত ছিলেন বিজয় শঙ্কর ।


বোলিংয়ে নিজের তৃতীয় ওভারে ভুবনেশ্বর চোট পেয়ে মাঠ ছাড়তেই বিরাট কোহলি বল তুলে দেন বিজয় শঙ্করের হাতে। প্রথম বলেই বাঁ হাতি পাক ওপেনার ইমাম-উল-হক-কে এলবিডব্লুইউ আউট করেন বিজয়। পরে পাকিস্তানের অধিনায়ক সরফরজের উইকেটও তুলে নেন তিনি। এখনও পর্যন্ত (৩৫ ওভার) ৫ ওভার ২ বল করে ২২ রান দিয়ে ২ উইকেট এসেছে তাঁর ঝুলিতে।