হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না ভুবনেশ্বর, জানালেন বিরাট

ভারতের পরের ম্যাচ ২২ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর ২৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ৩০ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাটরা।

Continues below advertisement
ম্যাঞ্চেস্টার: চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত থাকলেও, দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের চোট নিয়ে চিন্তায় ভারত। শিখর ধবন আগেই চোট পেয়েছিলেন, গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার ভুবনেশ্বর কুমার। তিনি আগামী দু-তিনটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ভুবনেশ্বরের বদলে খেলবেন বাংলার পেসার মহম্মদ শামি। পাকিস্তানকে হারানোর পর বিরাট বলেছেন, ‘ভুবির বাঁ হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট রয়েছে। বল করার সময় ওর পা পিছলে যায়। এর ফলেই চোট পেয়েছে। ও হয়তো দু-তিনটি ম্যাচে খেলতে পারবে না। ও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলিতে আশা করি ও খেলতে পারবে। ভুবির বদলে শামি খেলবে।’ ভারতের পরের ম্যাচ ২২ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর ২৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজ এবং ৩০ তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন বিরাটরা। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত।
Continues below advertisement
Sponsored Links by Taboola