দুবাই: কাল রবিবারই (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের লড়াইয়ে ফের একবার ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান (IND vs PAK) দল। গ্রুপ পর্বে হারের বদলা নিতে মরিয়া হয়ে মাঠে নামবেন বাবর আজমরা। তবে সেই ম্যাচের আগেই ফের একবার চোটের কালো ছায়া পাক শিবিরে। চোটের জেরে সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামা হচ্ছে না পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানির (Shahnawaz Dahani)।


হংকংয়ের বিরুদ্ধে চোট


শনিবারই (৩ সেপ্টেম্বর) পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দাহানি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না। সাইড স্ট্রেনের জেরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না দাহানি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই চোট পেয়েছেন। পাকিস্তান বোর্ডের রিপোর্ট অনুযায়ী দলের মেডিক্যাল দল পরবর্তী দুই, তিন দিন দাহানির চোট পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ীই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আদৌ খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


 






 


পাক দলে চোটের ঢল 


পাকিস্তান দল এশিয়া কাপের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত। এশিয়া কাপ শুরুর আগেই চোটের জেরে শাহিন আফ্রিদি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তারপর আরেক ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিমও চোটের জেরে খেলতে পারছেন না এশিয়া কাপে। এবার দাহানি যুক্ত হলেন সেই তালিকায়। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্ভবত হাসান আলিকে খেলাতে পারে। সুযোগ পেতে পারেন আরেক তরুণ ফাস্ট বোলার মহম্মদ হাসনাইনও।   


গতকালই হংকংকে হারিয়ে সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হংকং বেশ লড়াই করেছিল, তবে জিততে পারিনি। পাকিস্তান এদিন নিজেদের ইনিংসে আগের ম্যাচে ভারতের থেকে এক রান বেশি ১৯৩ রান করে। তাই শুরু থেকেই হংকং ব্যাকফুটেই ছিল। তবে অনেকেই হংকংয়ের লড়াই দেখার জন্য মুখিয়ে ছিলেন। তবে প্রায় বিনা লড়াইয়েই পাকিস্তানের বিরুদ্ধে পরাজয় স্বীকার করে নিল হংকং। ১৯৪ রান তাড়া করতে নেমে মাত্র ৩৮ রানেই গুটিয়ে গেল তারা।


এদিন পাকিস্তানের সফলতম বোলার শাদাব খান। চার উইকেট আসে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে রিজওয়ান ৫৭ বলে ৭৮ রান করে অপরাজিত করেন। খুশদিল ১৫ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ১৫৫ রানের আজকের এই জয়টিই পাকিস্তানের সবথেকে বড় ব্যবধানে জয়। ৩৮ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে শারজার মাঠে সর্বনিম্ন স্কোরসহ একাধিক লজ্জার রেকর্ড গড়ল হংকং।


আরও পড়ুন: জলে গেল ওয়ার্নারের ৯৪, বার্লের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল জিম্বাবোয়ে